“ভোট পরবর্তী হিংসা” মামলায় CBI ও SIT-কে নতুন করে রিপোর্ট দেওয়ার নির্দেশ হাইকোর্টের

হাই কোর্ট

উৎসব মিটতেই ফের রাজ্যে ‘‘ভোট পরবর্তী হিংসা’’ মামলায় শুনানি হয়। আদালতের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI এবং রাজ্যের বিশেষ তদন্তকারী দল SIT এই মামলার তদন্ত করছে। আজ, সোমবার কলকাতা হাইকোর্টে শুনানি শেষে নতুন করে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

মামলায় তদন্ত নিয়ে একটি রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছিল SIT-এর পক্ষ থেকে। আদালতের বক্তব্য, ওই রিপোর্ট এক মাস পুরনো। তদন্ত প্রক্রিয়া এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে, তা জানতে চেয়ে নতুন রিপোর্ট চাইল হাইকোর্ট। অন্যদিকে, CBI এদিন আদালতকে জানিয়েছে, তদন্ত শুরুর পর থেকে এখনও পর্যন্ত ৪০টি মামলা দায়ের করেছে তারা।

এদিকে, আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল আদালতকে জানান, উত্তর ২৪ পরগনার শ্যামনগরের কিছু বাসিন্দা এখনও ঘরছাড়া। তাঁরা কাজেও যোগ দিতে পারেননি। প্রধান বিচারপতির নির্দেশ দেন, এখনও যাঁরা ঘরছাড়া রয়েছেন তাঁদের তালিকা তৈরি করে যেন দ্রুত রাজ্যের হাতে তুলে দেওয়া হয়।

 

Previous article“মমতা বড় মনের মানুষ”, হাসপাতাল থেকে ফিরে দলনেত্রীর প্রশংসায় “চাষার বেটা” রেজ্জাক মোল্লা
Next articleপদ্মশ্রী সম্মান পেলেন কঙ্গনা-আদনানরা, মরণোত্তর পদ্মবিভূষণে সম্মানিত সুষমা-জেটলি