Friday, January 2, 2026

‘কোচ হিসেবে নিজের ভূমিকায় সন্তুষ্ট’, বিদায়বেলায় মন্তব্য শাস্ত্রীর

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের ( T-20 World Cup) পরই কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন রবি শাস্ত্রী (ravi shastri)। ইতিমধ্যে মধ‍্যেই টিম ইন্ডিয়ার নতুন কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের ( Rahul Dravid) নাম ঘোষণা করেছে বিসিসিআই (Bcci)। তবে যে কদিন বিরাট কোহলিদের দায়িত্বে শাস্ত্রী, তাতে কোচ হিসেবে নিজের ভূমিকায় সন্তুষ্ট তিনি।

শেষটা মধুর হল না। স্বপ্ন দেখেছিলেন, ভারতকে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেই কোচের দায়িত্ব ছাড়বেন। কিন্তু সেটা আর হল কোথায়! সেই হতাশা থাকলেও, টিম ইন্ডিয়ার কোচ হিসেবে নিজের ভূমিকায় সন্তুষ্ট রবি শাস্ত্রী। সোমবার নামিবিয়া ম্যাচ শুরু হওয়ার আগে বিরাট কোহলিদের বিদায়ী কোচ বলেন, ‘‘আমার ধারণা, দুর্দান্ত একটা সফর শেষ করলাম। পাঁচ বছর আগে যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন নিজেই নিজেকে বলেছিলাম, ভারতীয় ক্রিকেটে পরিবর্তন আনতে হবে। আজ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, তাতে মনে হচ্ছে নিজের পরিকল্পনায় আমি সফল।’’

শাস্ত্রী আরও বলেন, ‘‘এই ক’টা বছরে ভারতীয় দল অনেক কিছু অর্জন করেছে। আর এর সম্পূর্ণ কৃতিত্ব প্রাপ্য ক্রিকেটারদের। ওরা বিশ্বের প্রায় সব প্রান্ত থেকে সাফল্য এনেছে। এবং এই দলটাকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা দলগুলোর অন্যতম হিসেবে তুলে ধরেছে। এ নিয়ে আমার মনে বিন্দুমাত্র সংশয় নেই।’’

দৃশ্যতই আবেগাপ্লুত শাস্ত্রী এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘অস্ট্রেলিয়ার  মাটিতে টানা দু’বার টেস্ট সিরিজ জয় এই দলের সেরা কৃতিত্ব। এছাড়া সাদা বলের ফরম্যাটেও বিশ্বের সবক’টা দলকে আমরা হারিয়েছি। সেটা টি-২০ হোক কিংবা ওয়ান ডে, প্রতিপক্ষের ঘরের মাঠ থেকে জয় ছিনিয়ে এনেছে ক্রিকেটাররা। দেশের মাটিতে আমরা বরাবরই শক্তিশালী ছিলাম। তবে এই দলটা বিদেশের মাঠেও প্রতিপক্ষের সমীহ আদায় করে নিয়েছে। নিজেদের যোগ্যতার প্রমাণ রেখেছে।’’

জাতীয় দলের কোচ হিসেবে এটাই তাঁর শেষ ম্যাচ। বিশ্বকাপের পরেই দায়িত্ব গ্রহণ করছেন রাহুল দ্রাবিড়। নিজের উত্তরসূরি সম্পর্কে শাস্ত্রীর মন্তব্য, ‘‘রাহুল নিজেও একটা দুর্দান্ত দলের সদস্য ছিল। আমি নিশ্চিত, এই দলকে ও আরও এগিয়ে নিয়ে যাবে।’’ তিনি আরও বলেন, ‘‘বিরাট অধিনায়ক হিসেবে অসাধারণ কাজ করেছে। টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা দূত হিসেবে ওর কৃতিত্ব প্রাপ্য।’’

আরও পড়ুন:৩৩ সদস্যের দল ঘোষণা করল এসসি ইস্টবেঙ্গল

 

spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...