ভারতের ৭২ তম গ্র‍্যান্ডমাস্টার হলেন বাংলার মিত্রভা গুহ

ভারতের ৭২ তম গ্রান্ডমাস্টার হলেন বাংলার মিত্রভা গুহ (Mitrabha Guha)। শনিবার সার্বিয়ায় (Serbia) নবি সাডে (Novi Sad) মিক্স ২২০(Mix 220) তে তৃতীয় নর্ম পার করে ফেলেন তিনি। সব মিলিয়ে ২৫০০ পয়েন্ট পার করে ফেলেন বাংলার মিত্রভ গুহ। এরফলে ভারতের ৭২ তম এবং বাংলার ৯ তম গ্রান্ডমাস্টার হলেন মিত্রভ। হাঙ্গেরিতে প্রথম ইভেন্ট, বাংলাদেশে দ্বিতীয় ইভেন্ট সাফল্যের সঙ্গে পার করেন ২০ বছরের মিত্রভ। গ্রান্ডমাস্টার হওয়ার থেকে মাত্র ১ রেটিং দূরে ছিলেন মিত্রভ। সার্বিয়ায় সেই এক রেটিং নিমিষেই পাড় করে ফেলেন মিত্রভ।

বাংলার ৯ তম গ্রান্ডমাস্টারের শুরুটা ছিল একেবারেই সাদামাটা। এদিন এখন বিশ্ববাংলা সংবাদকে এমনটাই জানালেন মিত্রভার কোচ অতুনু লাহিড়ী। এদিন তিনি বলেন,” অবশ্যই এটা একটা সাফল্যের দিন। ওর মধ‍্যে প্রতিভা ছিল। কিন্তু শুরু দিকে ও সেটা কাজে লাগাতে পারছিল না। ওকে বুঝিয়েছি কখন কীভাবে সেটা কাজে লাগাতে হয়। আর ও সেটি শিখেছে। আজ ওর এই সাফল্যে অবশ্যই বাংলার গর্বের দিন।” এদিকে মিত্রভের এই সাফল‍্যের জন‍্য অভিনন্দন জানিয়েছে সর্বভারতীয় দাবা ফেডারেশন।

আরও পড়ুন:২০২২-এ পাকিস্তানে তিনটি টেস্ট, একদিনের ম‍্যাচ এবং একটি টি-২০ ম‍্যাচ খেলবে অস্ট্রেলিয়া

 

Previous articleকেন্দ্র বিনামূল্যে রেশন বন্ধ করলেও রাজ্য দেবে বলে জানালেন খাদ্যমন্ত্রী
Next articleকরোনা কাঁটা! ছটপুজোয় বন্ধ থাকবে রবীন্দ্র সরোবরের গেট