টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া, সেমিফাইনালে ৫ উইকেটে হারাল পাকিস্তানকে

টি-২০ বিশ্বকাপের ( T-20 World Cup) ফাইনালে প‍ৌঁছে গেল অস্ট্রেলিয়া ( Australia)। বৃহস্পতিবার সেমিফাইনালে ৫ উইকেটে হারাল পাকিস্তানকে ( Pakistan)। ম‍্যাথু ওয়াডে এবং স্টোনিসের দাপটে ফাইনালের টিকিট পাঁকা করে অজিরা। ১৪ নভেম্বর দুবাইয়ে টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখি অস্ট্রেলিয়া।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ‍্যারোন ফিঞ্চ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান করে বাবর আজমের দল। পাকিস্তানের হয়ে দুরন্ত ব‍্যাটিং করেন রিজওয়ান এবং ফ‍াকার জামান। ৬৭ রান করেন রিজওয়ান। ৫৫ রানে অপরাজিত ফাকার জামান। ৩৯ রান করেন বাবর আজম। অস্ট্রেলিয়ার হয়ে দুই উইকেট নেন মিচেল স্টার্ক। একটি করে উইকেট নেন প‍্যাট ক‍্যামিন্স এবং অ‍্যাডাম জ‍্যাম্পা।

জবাবে ব‍্যাট করতে নেমে এক ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে দুরন্ত ব‍্যাটিং ডেভিড ওয়ার্নার, ম‍্যাথু ওয়াডে এবং স্টোনিসের। ৪৯ রান করেন ওয়ার্নার। ৪০ রানে অপরাজিত স্টোনিস। ৪১ রানে অপরাজিত ওয়াডে। পাকিস্তানের হয়ে চার উইকেট শাহদাব খানের। একটি উইকেট শাহিন আফ্রিদির।

আরও পড়ুন:নিউজিল্যান্ডেরর বিরুদ্ধে টেস্ট সিরিজে বিশ্রামে যেতে পারেন রোহিত, নেতা হতে পারেন রাহানে: সূত্র

Previous articleমুর্শিদাবাদে মন্ত্রীর উপর হামলা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ১৬
Next articleBreakfast News: ব্রেকফাস্ট নিউজ