নিউজিল্যান্ডেরর বিরুদ্ধে টেস্ট সিরিজে বিশ্রামে যেতে পারেন রোহিত, নেতা হতে পারেন রাহানে: সূত্র

ইতিমধ্যেই নিউজিল্যান্ডের ( New Zealand) বিরুদ্ধে টি-২০ ( T-20 )সিরিজের জন‍্য দল ঘোষণা করে ফেলেছে বিসিসিআই (Bcci)। সেখানে দেখা গিয়েছে সেই সিরিজে  প্রথম একাদশের একাধিক খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। এবার যা সম্ভাবনা, টেস্ট সিরিজেও একই কাজ করা হবে। জানা গিয়েছে মূলত দক্ষিণ আফ্রিকা সফরে মূল খেলোয়াড়দের তরতাজা পেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে বিসিসিআইয়ের।

এক সর্বভারতীয় পত্রিকার রিপোর্ট অনুযায়ী টেস্ট সিরিজে, তিন ফাস্ট বোলার যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, ঋষভ পন্থ, শার্দুল ঠাকুরসহ বিশ্রাম দেওয়া হতে পারে রোহিত শর্মাকেও। বিরাট কোহলিকে আগেই বিশ্রাম দেওয়ার কথা ঘোষণা করেছিলেন নির্বাচকরা। শোনা যাচ্ছে, রোহিত শর্মাকেও প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হবে। সেক্ষেত্রে প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দিতে পারেন অজিঙ্ক রাহানে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজেও নেই বুমরাহ, মহম্মদ শামি, শার্দুল ঠাকুর। যা সম্ভবনা টেস্ট সিরিজেও থাকবেন না তাঁরা। জৈব বলয় থেকে মানসিকগত ক্লান্তি কাটাতেই তাদের বিশ্রামের কথা ভাবছে বিসিসিআই।

আরও পড়ুন:আইপিএল ফাইনালের দিন সৌরভের কাছে কী বার্তা পেয়েছিলেন ভেঙ্কটেশ? জানালেন নিজেই

Previous articleএবার আরও সকাল থেকে মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যাও
Next article‘নো এন্ট্রি’ চন্দননগরে আলোর বন্যা, আগেই হাজির দর্শনার্থীরা