ভিত্তিহীন মামলায় হেনস্থা: কুণালের প্রাণহানির আশঙ্কায় ডিজিকে আইনি চিঠি আইনজীবী অয়নের

একের পর এক ভিত্তিহীন মামলা দিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে(Kunal Ghosh) হেনস্থা করে যাচ্ছে ত্রিপুরা পুলিশ। রামায়ণে সীতার প্রসঙ্গ নিয়ে কুণাল ঘোষের বক্তব্য হিন্দুদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে দাবিতে ইতিমধ্যে ৯টি মামলা দায়ের হয়েছে আলাদা আলাদা থানায়। এই ঘটনার প্রেক্ষিতে এবার পাল্টা ত্রিপুরা পুলিশের ডিজিকে আইনে চিঠি পাঠালেন কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী। চিঠিতে স্পষ্ট করে জানানো হয়েছে, দূর-দূরান্তে একের পর এক মামলা করে শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে কুণাল ঘোষকে। প্রাণহানির আশঙ্কা রয়েছে যদি তেমন কিছু ঘটে তার জন্য দায়ী থাকবেন ত্রিপুরা পুলিশের ডিজি।

বৃহস্পতিবার ত্রিপুরা পুলিশের ডাকে সাড়া দিয়ে ত্রিপুরা যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ। সেখানেই এই চিঠির বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। সংবাদমাধ্যমকে তিনি জানান, “আমার আইনজীবী অয়ন চক্রবর্তীর তরফে ত্রিপুরার ডিজিকে একটি চিঠি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে রাজনৈতিকভাবে পাল্লা দিতে না পেরে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ মামলার পর মামলা দিয়ে হেনস্থা করা হচ্ছে এবং দূর-দূরান্তে ডেকে পাঠিয়ে শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে। এতে আমার প্রাণহানির আশঙ্কা রয়েছে। সেরকম যদি কিছু ঘটে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী থাকবেন ত্রিপুরা ডিজি। এই চিঠির আরো তিনটি কপি পাঠানো হয়েছে হাইকোর্ট, ত্রিপুরার রাজ্যপাল এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে।”

আরও পড়ুন:জয় শ্রীরাম স্লোগান তুলে হামলা আর সীতার কথা বললে মামলা! রামায়ণ হাতে ত্রিপুরার পথে কুণাল

পাশাপাশি ফের একবার ত্রিপুরা(Tripura) বিজেপিকে তুলোধোনা করে তিনি বলেন, “রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে বিজেপি। তাই আমার বিরুদ্ধে একের পর এক মামলা করছে। আসলে বিজেপি ভয় পেয়েছে।” তাঁর আরও দাবি, “জয় শ্রীরাম স্লোগান দিয়ে আমাদের ওপর হামলা চালানো হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব ও দলের নেতাকর্মীরা একের পর এক আক্রান্ত হচ্ছেন। অথচ আমি রামায়ণের সীতার কথা বললে মামলা দায়ের করা হচ্ছে? তাহলে বলে দেওয়া হোক রামায়ণের কোন অংশটা বলা যাবে আর কোন অংশটা বলা যাবে না।” তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে এদিন ত্রিপুরা যাওয়ার সময় রামায়ণ ও রামায়ণ সংক্রান্ত একাধিক বইও সঙ্গে করে নিয়ে গিয়েছেন কুণাল ঘোষ।

প্রসঙ্গত, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে , তাঁর দুটি মন্তব্যকে কেন্দ্র করে আগেই তিনটি মামলা রুজু করা হয়েছিল। প্রথমত, রাম রাজ্যে কেন সীতার পাতাল প্রবেশ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল মুখপাত্র। দ্বিতীয়ত, রাজনীতিতে ‘জয় শ্রী রাম’ স্লোগানের বিরোধিতা করেছিলেন তিনি। ভোটের প্রচারে ত্রিপুরায় গিয়েছিলেন কুণাল। অভিযোগ, সেই প্রচারসভা থেকে রামায়ণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। কুণাল প্রশ্ন তুলেছিলেন, ‘রামরাজ্যে সীতাকে পাতালে প্রবেশ কেন করতে হয়েছিল। কেনইবা অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল সীতাকে।’ তার এই মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ করা হয়। এরপরই ত্রিপুরার তিনটি থানা অমরপুর , ওম্পি এবং নতুন বাজারে কুণালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই সূত্র ধরে তাঁকে নোটিস পাঠায় পুলিশ। তাঁর প্রেক্ষিতে রামায়ণ ও রামায়ণ সংক্রান্ত একাধিক গবেষণামূলক বই সঙ্গে নিয়ে আজ ত্রিপুরা পুলিশের কাছে যাচ্ছেন কুণাল ঘোষ।

Previous articleশিয়ালের হানায় আহত ৪০, পিটিয়ে মারল গ্রামবাসীরা
Next articleভারতীয় ক্রিকেটারদের বলয়গত ক্লাতি দূর করতে নয়া পদক্ষেপ নিল বিসিসিআই