Tuesday, July 1, 2025

BJP Sponsored গালাগালির পুরস্কার! স্বঘোষিত “সাংবাদিক” সন্ময় এখন কঙ্কন রেলওয়ের ডিরেক্টর

Date:

Share post:

অবশেষে BJP Sponsored গালাগালির পুরস্কার পেলেন “ইউটিউবার” স্বঘোষিত সাংবাদিক সন্ময় বন্দ্যোপাধ্যায়। নিন্দুকরা বলেন, সন্ময় সাংবাদিকতার ধারকাছ দিয়ে তো যান-ই না,বরং “বিক্রি হওয়া বাতেলাবাজ” বিশেষণ তাঁর জন্য যথার্থ। এবং সকাল-সন্ধ্যা ঠাণ্ডা ঘরে বসে বাতেলাবাজি ও দালালি করেই মোটা টাকার চাকরি জুটিয়ে নিলেন ”বহুরূপী” এই পলিটিক্যাল সন্ময় বন্দ্যোপাধ্যায়। কারণে-অকারণে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের নামে কুৎসা, ব্যক্তি আক্রমণ এবং রাজ্যের এক হঠাৎ গজিয়ে ওঠা স্বঘোষিত “সনাতনী” তৎকাল বিজেপি নেতাকে ক্রমাগত তৈলমর্দন করার পুরস্কার পেলেন “ইউটিউবার” সন্ময়। তৈলাক্ত সেই নব্য বিজেপি নেতার সুপারিশে কেন্দ্রীয় সরকার সন্ময়কে আর্থিকভাবে খুব দামি পুরস্কারে পুরস্কৃত করল। তাঁকে কঙ্কন রেলওয়ের ডিরেক্টর পদে বসাল কেন্দ্রের বিজেপি সরকার।
কে এই সন্ময় বন্দ্যোপাধ্যায়? কী তাঁর পরিচয়?
বড়মাপের নেতা না হলেও নিজের বৃত্তে কংগ্রেসি বলেই পরিচিত ছিলেন সন্ময়। একাধিকবার দাবি করেছেন, নিজের নীতি আদর্শ বিক্রি করবেন না। আমৃত্যু তিনি কংগ্রেসেই থাকবেন। কিন্তু সমস্ত হিসেব গুলিয়ে দিয়ে ক্ষমতার অলিন্দে থাকার স্বপ্নে বুঁদ নীতি-আদর্শের বুলি আওড়ানো সন্ময় ২০২০ সালের ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দেন। একই মঞ্চে অমিত শাহের হাত থেকে গেরুয়া পতাকা হাতে তুলে নেন সন্ময়। পদ্ম প্রতীকে ভোটে দাঁড়ান পানিহাটি থেকে। এবং ২৫ হাজারের বেশি ভোটে হারেন তৃণমূলের নির্মল ঘোষের কাছে।
এর আগে ২০১৬ সালে বাম-কংগ্রেস জোটের প্রার্থীও ছিলেন সন্ময় বন্দ্যোপাধ্যায়। তখনও পানিহাটি বিধানসভা কেন্দ্রে হেরে যান তৃণমূল কংগ্রেসের নির্মল ঘোষের কাছে। সেবার ভোটের ময়দানে বিজেপিকেও গালমন্দ করতে ছাড়েননি। কংগ্রেসের মুখপাত্র হয়ে টিভি চ্যানেলের বিতর্কের আসরে যোগ দিয়ে গলা ফাটাতেন। সিপিএমের প্রশংসাও শোনা যেত তাঁর মুখে। অৰ্থাৎ, সন্ময়বাবুর রাজনৈতিক চরিত্র এককথায় এভাবে বলা যেতে পারে, সিপিএম গুনগ্রাহী প্রাক্তন কংগ্রেস নেতা এবং বর্তমানে তৎকাল বিজেপি।
সেই সন্ময় বন্দ্যোপাধ্যায় এবার কঙ্কন রেলওয়ের ডিরেক্টর। যে সন্ময় বন্দ্যোপাধ্যায় এক সময় সমাজের অন্য পেশার মানুষদের রাজ্য সরকারের বিভিন্ন সংস্থার পদে বসানোর কড়া সমালোচনা করতেন, তিনি নিজেই এখন কেন্দ্রীয় সংস্থার বড় পদে। এবার “ইউটিউবার” সন্ময় কী বলবেন? আয়নায় নিজের মুখ দেখবেন তো?
ইউটিউব চ্যানেল খুলে নিজেকে সাংবাদিক বলে জাহির করা সন্ময়বাবু আসলে সাংবাদিকতা নয়, বিজেপির মুখপাত্র হয়ে যে কাজ করছেন সেটা দিনের আলোর মতো পরিষ্কার। যেটা আগে কংগ্রেসের হয়ে করতেন। পরপর দুটি বিধানসভা ভোটে জোড়া হারের জ্বালা হজম করতে না পেরে সন্ময়বাবু সাংবাদিকবাবু হয়েছেন। BJP Sponsored সাংবাদিকবাবু। যেখানে তিনি শুধু বিজেপির বার্তা দেন।সন্ময়বাবু, রোদ-ঝড়-জল উপেক্ষা করে মাঠে-ঘাটে গিয়ে খুঁটে খুঁটে খবর সংগ্রহ করাকেই সাংবাদিকতা বলে, ঠাণ্ডা ঘরে বসে ফুটানি মেরে আর যাইহোক একটি মোটা টাকার চাকরি জোগাড় করা যায়, সাংবাদিকতা নয়।
spot_img

Related articles

পুরোনো ভোটারদের জন্ম সংশাপত্র প্রয়োজন নেই: তৃণমূলের দাবি মানল কমিশন

নির্বাচন নিয়ে কমিশনের একাধিক সিদ্ধান্তের বিরোধিতা করে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার (CEO) জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে তৃণমূলের...

উপলক্ষ্য Doctor’s Day: বাংলাজুড়ে রক্তদান-স্বাস্থ্যশিবির PHA ও JDA-র

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রথিতযশা ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষ্যে Doctor's Day পালিত হয় প্রতিবছর। বিভিন্ন...

৩০,০০০ কোটি টাকার দুর্নীতি! মন্ত্রীর বিরুদ্ধেই তদন্তের নির্দেশ মধ্যপ্রদেশে

মধ্যপ্রদেশে কেন্দ্রীয় সরকারের ‘জল জীবন মিশন’-এর অধীন ৩০,০০০ কোটি টাকার প্রকল্পে চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ। আর সেই অভিযোগের কেন্দ্রে...

জগাছায় একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

হাওড়ার জগাছা হাটপুকুর এলাকায় তিন জনের রহস্য মৃত্যুর (Mysterious death) ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে একটি ফ্ল্যাটের...