নন্দীগ্রামে বুধবার শহিদ দিবসের মঞ্চ থেকে কুণাল ঘোষের ভাষণ নিয়ে মানহানির মামলা করলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু। তাঁর অভিযোগ, কুণাল ভাষণে আপত্তিকর কথা বলেছেন। এর প্রতিক্রিয়ায় কুণাল বলেন,” বেইমান, গদ্দার, অকৃতজ্ঞ, সুবিধাবাদীকে তো সেগুলোই বলব। এরা তৃণমূলের মঞ্চ ব্যবহার করে সবরকম পদ, ক্ষমতা ভোগ করে নেত্রীর সঙ্গে বেইমানি করেছেন বিজেপিতে গিয়েছে। আমি কিছু কড়া কথা বলেছি। কিছু নরম কথা বলেছি। কিন্তু মূলত যা বলেছি ঠিক বলেছি। আদালতে দেখা হবে। ও যখন বেগম, জেহাদি ইত্যাদি শব্দ ব্যবহার করে, তখন মনে থাকে না? গোটা পরিবার তৃণমূল ভাঙিয়ে কটা পদে ছিল, তালিকা দিক।’
