Wednesday, November 12, 2025

Mahua Moitra: গোয়া TMC-র ইনচার্জ হলেন মহুয়া মৈত্র

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের লক্ষ্য গোয়া বিধানসভা নির্বাচন। গতমাসে গোয়া সফরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়া TMC-এর ইনচার্জ হলেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। এবার গোয়া বিধানসভা ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হল কৃষ্ণনগরের (Krishnanagar) তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া প্রোফাইলে পর্যবেক্ষক হিসেবে গোয়াতে মহুয়াকে নিয়োগের কথা জানানো হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মহুয়াকে এই দায়িত্ব দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

আরও পড়ুন-Assam Rifles Convoy Attacked in Manipur: ফের সেনা কনভয়ে জঙ্গি হামলা, নিহত কম্যান্ডিং অফিসার সহ ৬

ত্রিপুরার পাশাপাশি গোয়ার বিধানসভা ভোটও লক্ষ্য তৃণমূল কংগ্রেসের। শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক বিবৃতি দিয়ে জানিয়েছেন, “মাননীয় চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ার আসন্ন ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করছেন। সেই অনুযায়ী কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, গোয়া ইউনিটের প্রধান করা হল।” মহুয়া মৈত্রকে গোয়া বিধানসভা ভোট পরিচালনার দায়িত্বে দেওয়ার জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জানিয়েছেন।

অন্যদিকে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোকে (Luizinho Faleiro) রাজ্যসভায় পাঠালো তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে টুইটে শনিবার এই ঘোষণা করা হয়েছে। টুইটে লেখা হয়েছে, ‘লুইজিনহো ফালেইরোকে সংসদের উচ্চকক্ষে মনোনিত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। দেশকে সেবা করার তাঁর প্রচেষ্টা জনগণের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হবে বলে আমরা আত্মবিশ্বাসী।’ উল্লেখ্য, চলতি বছর ১৫ সেপ্টেম্বর হঠাই তৃণমূলের অর্পিতা ঘোষ রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন। এর পর থেকেই রাজ্যসভায় বাংলার ওই আসনটি ফাঁকা রয়েছে। ২৯ নভেম্বর রাজ্যসভার আসনে ভোটগ্রহণ হবে। মঙ্গলবার, রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন লুইজিনহো ফালেইরো।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...