Sanjib Bandyopadhyay : মাদ্রাজ থেকে মেঘালয় হাই কোর্টে আচমকা বদলি বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

মাদ্রাজ হাই কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়কে (Sanjib Bandyopadhyay) আচমকাই সরিয়ে দেওয়া হল মেঘালয় হাই কোর্টে। যদিও কী কারণে এই সিদ্ধান্ত তা জানানো হয়নি । এরই প্রতিবাদে একযোগে বিরোধিতায় সামিল হয়েছেন মাদ্রাজ হাইকোর্টের অন্য বিচারপতি ও আইনজীবীরা । মাদ্রাজ হাইকোর্টের আইনজীবীরা এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমণা ও কলেজিয়ামের অন্য সদস্যদের কাছে প্রশ্ন রেখেছেন। মাদ্রাজ হাই কোর্টের ২৩৭ জন আইনজীবী প্রধান বিচারপতি-সহ কলেজিয়ামের সদস্যদের চিঠি লিখে এর কারণ সবিস্তারে জানতে চেয়েছেন । তাদের দাবি বিচারপতিকে বদলি করে দেওয়ার কারণ আদালতের বারের সদস্য বা আইনজীবীদেরও জানার অধিকার রয়েছে।

চলতি বছরের জানুয়ারিতেই কলকাতা হাই কোর্ট থেকে মাদ্রাজ হাই কোর্টে গিয়ে প্রধান বিচারপতি হিসেবে কাজ শুরু করেছিলেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল ও দার্জিলিংয়ের সেন্ট পল’স স্কুলের এই প্রাক্তনী নানা বিষয় নিয়ে একাধিকবার বিভিন্ন মামলার ক্ষেত্রে কেন্দ্র সরকারের বিরোধিতা করেছেন । তার সেই সিদ্ধান্তের জন্য এই হঠাৎ বদলে কী না তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

 

Previous articleUttarpradesh: লক্ষ্য ২০২২, কে করবে সরকার? কী বলছে সমীক্ষা
Next articleDelhi Air Pollution : বন্ধ করে দেওয়া হতে পারে স্কুল, নিয়ন্ত্রিত হবে গাড়ি চলাচল