moon: জন্মদিনে চাঁদে জমি উপহার স্বামীর, চক্ষু চড়কগাছ স্ত্রীর!

কারও কারও মত অর্থ অপচয়, অলীক কল্পনা৷ আবার কারও কাছে অভিনব উপহার৷ তবে জন্মদিনে এমন উপহার পাবেন ভাবেন নি।
চাঁদে জমি কেনার খবর শুনে চোখ কপালে উঠেছিল রোমিলা সেনের৷ গত ১৩ নভেম্বর ছিল তাঁর জন্মদিন৷ এমন দিনে স্ত্রীকে চাঁদে এক একর জমি কিনে দিয়ে চমক দিয়েছেন স্বামী শুভজিৎ৷

কর্মসূত্রে দু’জনেই ভিন রাজ্যের বাসিন্দা৷ তাই হোয়াটস অ্যাপে চাঁদে জমি কেনার কাগজপত্র পাঠিয়েছিলেন শুভজিৎ৷ সেটা দেখে তো চক্ষু চড়কগাছ হয়ে যায় রোমিলার৷ জন্মদিনে স্বামীর কাছ থেকে এমন সারপ্রাইজ পেয়ে ভীষণ খুশি হন তিনি৷
জামাইয়ের এমন কীর্তিতে স্তম্ভিত রোমিলার বাপের বাড়ির লোকজন৷ হতবাক বাঁকুড়ার সিমলাপালের কাহারান গ্রামের লোকজন৷ কর্মসূত্রে পৃথক স্থানে থাকলেও বিবাহবার্ষিকী হোক কিংবা জন্মদিন, দু’জনেই এই বিশেষ দিনগুলি একটু অন্যভাবে কাটানোর চেষ্টা করেন৷