জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ( Vvs Laxman)। রবিবার একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে এমনটাই জানালেন বিসিসিআই সভাপতি ( Bcci President) সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly)।

এদিন বিসিসিআই প্রেসিডেন্টকে, লক্ষ্মণই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব নিচ্ছেন কি না, জিজ্ঞাসা করা হলে,তিনি তাঁর উত্তরে বলেন “হ্যাঁ”।

রবি শাস্ত্রী ভারতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ার পরই, বিরাট-রোহিতদের দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। এতদিন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদে ছিলেন তিনি। এই বার সেই জায়গায় আসছেন লক্ষ্মণ।

এদিন সর্বভারতীয় সংবাদ সংস্থাকে এক বিসিসিআই এক কর্তা বলেন,” সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহ, দু’জনেই লক্ষ্মণকে এই পদে চাইছিলেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পদের জন্য ও যোগ্য লোক। সেই সঙ্গে দ্রাবিড়ের সঙ্গে ওর সম্পর্ক যথেষ্ট ভাল। নতুনদের পথ দেখাতে প্রাক্তনদের পাওয়ার থেকে ভাল কিছু হতেই পারে না।”

যদিও লক্ষণের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার কথা সরকারিভাবে জানান হয়নি।

আরও পড়ুন:T-20 World Cup: ফাইনালেও জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া উইলিয়ামসন
