Saturday, January 10, 2026

School Reopen:ধাপে ধাপে পুরো স্কুলই খুলে দেওয়ার কথা ভাবছে প্রশাসন:ব্রাত্য বসু

Date:

Share post:

মঙ্গলবার কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন ফের শুরু হ্তে চলেছে।কিন্তু শুধু নবম  থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠনই নয়, চালু করতে হবে সব স্তরের ক্লাসগুলিও। এমনটাই দাবি উঠেছে একাধিকবার। এর উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, প্রশাসনও নিচু ক্লাস চালু করে দেওয়ার কথা ভাবছে । তবে সেটা হবে ধাপে ধাপে।

আরও পড়ুন:Weather Forecast:নিম্নচাপের ভ্রুকুটি, আকাশের মুখভার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

এদিন ব্রাত্য বসুকে বলেন, ‘‘জীবনের মূল স্রোতে ছাত্রছাত্রীদের ফেরানোটাই আমাদের প্রাথমিক অভিপ্রায়। তাই ধাপে ধাপে সব ক্লাসই খুলব। আমরা এখন নবম থেকে দ্বাদশ খুলছি। কলেজ-বিশ্ববিদ্যালয় খুলছি। এই অবস্থা কিছু দিন দেখে, পরিস্থিতি দেখে নিয়ে নিচু ক্লাসও খুলব।’’ এদিন শিক্ষামন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আমরা ১৬ নভেম্বর থেকে স্কুল খুলছি। পরবর্তীকালে নিচু ক্লাসও খোলার কথা ভাবা হচ্ছে। তিনি বলেন,”পরবর্তী পরিস্থিতি দেখে ধাপে ধাপে পুরো স্কুলই খুলে দেওয়ার ইচ্ছা আছে ।”

শিক্ষামন্ত্রীর এই ধাপে ধাপে স্কুল খোলার ব্যাপারে খুশি ছাত্র থেকে শিক্ষক সকলেই।  তাঁদের মতে এর আগেও যখন স্কুল খোলা হয়েছিল তখন ক্লাস চালু হয়েছিল নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্যই। প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা তখনও স্কুলে যেতে পারেনি। তার পরে করোনা সংক্রমণ বাড়ায় স্কুল ফের বন্ধ হয়ে যায়। তবে এবারে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় নিচু স্কুলও খুলে দেওয়ার আর্জি জানিয়েছেন তারা।

spot_img

Related articles

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...