Thursday, November 6, 2025

Assam: গুয়াহাটি বিমানবন্দর থেকে ফের ৬ দেশে শুরু হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা

Date:

গুয়াহাটি বিমানবন্দর থেকে ফের উড়বে আন্তর্জাতিক বিমান। গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বড়দলই আন্তর্জাতিক বিমানবন্দর ( Lokpriya Gopinath Bordoloi International Airport) থেকে ছ’টি দেশের বিমান চলাচল শুরু হবে। থেকে ব্যাংকক, সিঙ্গাপুর, ঢাকা Yangon, কাঠমান্ডু এবং কুয়ালালামপুরের বিমান চলাচল শুরু হবে বলে জানা গিয়েছে। উত্তর-পূর্ব ভারতের এই বিমানবন্দর থেকে আগেও এই সব দেশে যাওয়ার বিমান পাওয়া যেত। কেন্দ্রের UDAN স্কিমে এই বিমানগুলি চলত।কোভিড-১৯-এর কারণে সেগুলি বন্ধ রাখা হয়েছিল।

অসমের পরিবহনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি বলেছেন, ‘এখন উত্তর-পূর্ব ভারতের কোনও রাজ্য থেকেই আন্তর্জাতিক বিমান চলাচল করে না। করোনার কারণে যাত্রী কমে যায়। এর ফলে প্রচুর আর্থিক ক্ষতি হয়। তাই ওই বিমানগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। খুব তাড়াতাড়ি আবার গুয়াহাটি থেকে আন্তর্জাতিক বিমানগুলি চালু করা হবে। যাত্রী কম হলেও সেগুলি আর বন্ধ করা হবে না। যে সব আসন ফাঁকা পড়ে থাকবে তার টাকা ‘Viability Gap Funding’-র মাধ্যমে দেওয়া হবে। এই টাকার ৯০ শতাংশ দেবে কেন্দ্র এবং বাকি ১০% দেবে রাজ্য সরকার।’

তিনি আরও বলেন, ‘আমরা এই নিয়ে ইতিমধ্যেই অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে কথা বলেছি। আমরা তাঁদের ১০০ কোটি টাকা দেব বলেও জানিয়েছি। ইতিমধ্যেই উড়ান প্রকল্পে আমরা ১০ কোটি ৯০ লাখ টাকা দিয়ে দিয়েছি।’

২০১৯ সালের সেপ্টেম্বর মাসে গুয়াহাটি-ব্যাংকক রুটের বিমান চালু হয়। কিন্ত গত বছর জানুয়ারি মাসে তা বন্ধ হয়ে যায়। গত বছর জুলাই মাসে গুয়াহাটি থেকে ঢাকা বিমান চালু হয়। কিন্তু মাত্র ২ মাস পরেই সেটা বন্ধ করে দেওয়া হয়। করোনা অতিমারির জেরে গত বছর মার্চ মাসে বন্ধ করে দেওয়া হয় গুয়াহাটি-সিঙ্গাপুর রুটের বিমান।

এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, আগরতলা এবং ইম্ফল থেকেও আন্তর্জাতিক বিমান চলার সুযোগ আছে। আগরতলা বিমানবন্দরে নতুন টার্মিনাল করা হচ্ছে। এই টার্মিনাল আগামী মাসে উদ্বোধন হতে পারে। তারপরেই আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে উন্নীত করার কাজ শুরু হবে।

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version