Lakhimpur Case : লখিমপুর কাণ্ডে সিট তদন্তে নজরদারিতে নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি

উত্তরপ্রদেশ সরকারের তদন্তের উপর নজরদারি চালাতে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে নিয়োগ করা হল

সুপ্রিম কোর্ট পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন বিচারক বিচারপতি রাকেশকুমার জৈনকে উত্তর প্রদেশের লখিমপুর খেরি সহিংসতা ঘটনার তদন্তে তত্বাবধায়ক নিযুক্ত করেছে। সেইসঙ্গে বুধবার প্রধান বিচারপতি এনভি রামান্না, বিচারপতি সূর্যকান্ত এবং হিমা কোহলির বেঞ্চ ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) পুনর্গঠন করেছে। উত্তরপ্রদেশ পুলিশের বর্তমান ইন্সপেক্টর জেনারেল পদ্মজা চৌহান সেই অফিসারদের মধ্যে রয়েছেন যারা এখন সিট-এর অংশ হবেন৷

উল্লেখ্য গত ৩ অক্টোবর সংঘটিত সহিংসতায় চার কৃষক ও একজন সাংবাদিকসহ ৮ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র সহ ১০ জন এখন বিচারবিভাগের হেফাজতে। আদালত বলেছে, বিচারপতি জৈন পরিচালিত কমিশন তদন্তের নিরপেক্ষতা এবং স্বাধীনতা নিশ্চিত করবে। যোগীরাজ্যের এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে শীর্ষ আদালতের হস্তক্ষেপ চাওয়ার পরই তদন্তে তত্ত্বাবধায়ক নিয়োগ কোর্টের।

আরও পড়ুন- Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর কড়া ধমকের পরেই চিংড়িহাটায় দুর্ঘটনা রুখতে একগুচ্ছ পদক্ষেপ নিল পুলিশ

Previous articleBus Fare: স্বস্তি, আপাতত বাড়ছে না বাসভাড়া
Next articleBJP: দলে অস্বস্তি বাড়ল শুভেন্দুর, এবার ইস্তফা দিলেন বহিষ্কৃত সুরজিৎ ঘনিষ্ঠ বিমল প্রসাদ