Saturday, November 29, 2025

Chief Minister: কাশফুল নিয়ে অভিনব ভাবনা মুখ্যমন্ত্রীর, হাওড়ায় দেখালেন শিল্পে নয়া দিশা

Date:

Share post:

কাশফুল নিয়ে অভিনব ভাবনা মুখ্যমন্ত্রীর। দেখালেন শিল্পে নয়া দিশা। গত কয়েক বছরে একদিকে যেমন বিপুল টাকা বিনিয়োগ হয়েছে তেমনই অনেক কাজের সুযোগও তৈরি হয়েছে। বৃহস্পতিবার হাওড়ার শরৎ সদনে প্রশাসনিক বৈঠক থেকে হাওড়া তথা রাজ্যের জন্য একাধিক নতুন শিল্প ও কর্মসংস্থানের রাস্তা দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এদিন কাশফুল নিয়েও তাঁর অভিনব চিন্তা ভাবনার কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর পরামর্শ, কাশফুল থেকে তৈরি বালিশ ও বালাপোশের চাহিদা ভালই। এখানে যদি সেই কাজ করা যায়, তাহলে কাশফুল থেকে নতুন শিল্প তৈরি হতে পারে। কাশফুলকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে নতুন কোনও শিল্প। এভাবে কাশফুলকেও শিল্পের কাজে ব্যবহার করার পরামর্শ দেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, কাশফুলকে কোনও শিল্পে কীভাবে কাজে লাগানো যায় কিনা এ নিয়ে ভাবনা চিন্তা করুন। তাঁর ভাষায়, কেমিক্যাল (Chemical) দিয়ে প্রসেস করে এগুলি কাজে লাগনো যেতে পারে।

আরও পড়ুন:Bankura:জঙ্গি সন্দেহে বাঁকুড়া থেকে গ্রেফতার ভিনরাজ্যের যুবক

কাশফুল সময়ে হয়, সময়েই ঝরে যায়। কিন্তু বালাপোশ, বালিশ হতে পারে এগুলো দিয়ে। যাঁদের সামর্থ্য আছে প্রচুর টাকা দিয়ে তাঁরা এসব কিনবেন। মুখ্যমন্ত্রীর কথায়, এই কাশফুল পরে উড়ে চলে যায়। কোনও কাজে লাগে না। এর মধ্যে কেমিক্যালি, টেকনিক্যালি কিছু দিয়ে এসব করা যায় কি না ভেবে দেখতে হবে। কাশফুল মূলত এক ধরনের ঘাস। রাজ্যের নদীর ধার, শুকনো রুক্ষ এলাকা, পাহাড় কিংবা গ্রামের কোনও উঁচু জায়গায় কাশের ঝাড় দেখা যায়। শরৎকালে সাদা ধবধবে কাশফুল ফোটে। আবার শীতের সময় এগুলো ঝরে যায়। সেই কাশফুলকেই কাজে লাগিয়ে এবার নতুন শিল্প গড়তে চান মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...