Tuesday, November 11, 2025

Dilip Ghosh: ওনার দলে থাকা না থাকা সমান, তথাগত প্রসঙ্গে সাফ কথা দিলীপের

Date:

(‘‘উনি দলে থাকতেই বা পার্টির কী লাভ হয়েছে, আমার তো জানা নেই”)

আপাতত বঙ্গ বিজেপিকে (BJP) “গুড বাই” বলার পর থেকেই একের পর এক কটাক্ষে বিদ্ধ তথাগত রায় (Tathagata Roy)। তাঁর টুইট দেখে তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বাংলার রাজনীতির বিনোদনের জগতে অপূরণীয় ক্ষতি বলে ব্যঙ্গ করেছেন। খামখেয়ালি টুইটের জন্য কুণাল সুকুমার রায়ের “পাগলা দাশুর” সঙ্গে বর্ষীয়ান বিজেপি নেতার তুলনা টেনেও কটাক্ষ করেছেন।

এবার তথাগতর টুইটের জবাব দিলেন তাঁরই দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তথাগতকে বিঁধে দিলীপ ঘোষ বলেন, ‘‘উনি দলে থাকতেই বা পার্টির কী লাভ হয়েছে, আমার তো জানা নেই। উনি কী করবেন, তা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। ওনাকে নিয়ে আমার ভাবার সময় নেই। আমার অনেক কাজ থাকে। আমি আমার দল এবং দলের কর্মীদের নিয়ে ভাবি।’’

এখানেই শেষ নয়, দিলীপ ঘোষ তাঁর প্রতিক্রিয়াতে তথাগত রায়কে নিয়ে আরও বলেন, ‘‘উনি একটা সময় পার্টি করতেন। তখন আমি দলের দায়িত্বে ছিলাম না। আমি যখন দায়িত্বে আসি, উনি তখন অন্য রাজ্যে রাজ্যপাল। ফলে ওনার সঙ্গে কাজ করার সুযোগ হয়নি। আর এখন উনি কী করছেন, তা সবাই দেখতে পাচ্ছেন। উনি থেকেই বা কী লাভ হচ্ছে?’’

প্রসঙ্গত, শনিবার সাতসকালে একটি টুইটে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় লেখেন, ”কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম। এবার ফলেন পরিচয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব। আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি !” আর এই টুইটের পরই প্রশ্ন উঠছে, তাহলে কী শেষপর্যন্ত বিজেপি ছাড়ছেন তথাগত রায়? বর্ষীয়ান নেতার টু্ইট কিন্তু তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। আর তার জবাবেই দিলীপ ঘোষ বুঝিয়ে দেন, তথাগতবাবুর দল করা না করায় পার্টিতে কোনও প্রভাব। কারণ, বঙ্গ বিজেপিতে তথাগত রায়ের কোনও গুরুত্ব নেই।

 

Related articles

গতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে...

আস্ত একটা বিশ্ববিদ্যালয়ই জঙ্গির আঁতুড়ঘর! পুরুষের পরে মহিলা চিকিৎসকের আড়ালেও জঙ্গীনেত্রী

একটা বিস্ফোরণ। তার জেলে রুটিন তল্লাশি। ঠিক যেভাবে অন্যান্য একেকটা নাশকতার পরে চলতে থাকে। তবে জঙ্গি আঁতুড়ঘর যে...

এবার হার্ট-লিভার-কিডনি ব্যাঙ্কের পরিকল্পনা: মোবাইল মেডিক্যাল ইউনিট উদ্বোধনে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যে আরও অর্গ্যান ব্যাঙ্ক তৈরি হোক। চান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের...

ইডেনে ঘূর্ণি পিচের আভাস, স্পিনারদের বিরুদ্ধে প্রস্তুতিতে জোর গিলদের

শীতের শুরুতেই কলকাতায় ক্রিকেট কার্নিভাল। ভারত-দক্ষিণ আফ্রিকা(India VS South Afrcia) প্রথম টেস্টের আগে চর্চায় ইডেনের  পিচ। শহরে আসার...
Exit mobile version