Thursday, November 13, 2025

Dilip Ghosh: ওনার দলে থাকা না থাকা সমান, তথাগত প্রসঙ্গে সাফ কথা দিলীপের

Date:

(‘‘উনি দলে থাকতেই বা পার্টির কী লাভ হয়েছে, আমার তো জানা নেই”)

আপাতত বঙ্গ বিজেপিকে (BJP) “গুড বাই” বলার পর থেকেই একের পর এক কটাক্ষে বিদ্ধ তথাগত রায় (Tathagata Roy)। তাঁর টুইট দেখে তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বাংলার রাজনীতির বিনোদনের জগতে অপূরণীয় ক্ষতি বলে ব্যঙ্গ করেছেন। খামখেয়ালি টুইটের জন্য কুণাল সুকুমার রায়ের “পাগলা দাশুর” সঙ্গে বর্ষীয়ান বিজেপি নেতার তুলনা টেনেও কটাক্ষ করেছেন।

এবার তথাগতর টুইটের জবাব দিলেন তাঁরই দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তথাগতকে বিঁধে দিলীপ ঘোষ বলেন, ‘‘উনি দলে থাকতেই বা পার্টির কী লাভ হয়েছে, আমার তো জানা নেই। উনি কী করবেন, তা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। ওনাকে নিয়ে আমার ভাবার সময় নেই। আমার অনেক কাজ থাকে। আমি আমার দল এবং দলের কর্মীদের নিয়ে ভাবি।’’

এখানেই শেষ নয়, দিলীপ ঘোষ তাঁর প্রতিক্রিয়াতে তথাগত রায়কে নিয়ে আরও বলেন, ‘‘উনি একটা সময় পার্টি করতেন। তখন আমি দলের দায়িত্বে ছিলাম না। আমি যখন দায়িত্বে আসি, উনি তখন অন্য রাজ্যে রাজ্যপাল। ফলে ওনার সঙ্গে কাজ করার সুযোগ হয়নি। আর এখন উনি কী করছেন, তা সবাই দেখতে পাচ্ছেন। উনি থেকেই বা কী লাভ হচ্ছে?’’

প্রসঙ্গত, শনিবার সাতসকালে একটি টুইটে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় লেখেন, ”কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম। এবার ফলেন পরিচয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব। আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি !” আর এই টুইটের পরই প্রশ্ন উঠছে, তাহলে কী শেষপর্যন্ত বিজেপি ছাড়ছেন তথাগত রায়? বর্ষীয়ান নেতার টু্ইট কিন্তু তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। আর তার জবাবেই দিলীপ ঘোষ বুঝিয়ে দেন, তথাগতবাবুর দল করা না করায় পার্টিতে কোনও প্রভাব। কারণ, বঙ্গ বিজেপিতে তথাগত রায়ের কোনও গুরুত্ব নেই।

 

Related articles

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...
Exit mobile version