Sunday, August 24, 2025

(‘‘উনি দলে থাকতেই বা পার্টির কী লাভ হয়েছে, আমার তো জানা নেই”)

আপাতত বঙ্গ বিজেপিকে (BJP) “গুড বাই” বলার পর থেকেই একের পর এক কটাক্ষে বিদ্ধ তথাগত রায় (Tathagata Roy)। তাঁর টুইট দেখে তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বাংলার রাজনীতির বিনোদনের জগতে অপূরণীয় ক্ষতি বলে ব্যঙ্গ করেছেন। খামখেয়ালি টুইটের জন্য কুণাল সুকুমার রায়ের “পাগলা দাশুর” সঙ্গে বর্ষীয়ান বিজেপি নেতার তুলনা টেনেও কটাক্ষ করেছেন।

এবার তথাগতর টুইটের জবাব দিলেন তাঁরই দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তথাগতকে বিঁধে দিলীপ ঘোষ বলেন, ‘‘উনি দলে থাকতেই বা পার্টির কী লাভ হয়েছে, আমার তো জানা নেই। উনি কী করবেন, তা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। ওনাকে নিয়ে আমার ভাবার সময় নেই। আমার অনেক কাজ থাকে। আমি আমার দল এবং দলের কর্মীদের নিয়ে ভাবি।’’

এখানেই শেষ নয়, দিলীপ ঘোষ তাঁর প্রতিক্রিয়াতে তথাগত রায়কে নিয়ে আরও বলেন, ‘‘উনি একটা সময় পার্টি করতেন। তখন আমি দলের দায়িত্বে ছিলাম না। আমি যখন দায়িত্বে আসি, উনি তখন অন্য রাজ্যে রাজ্যপাল। ফলে ওনার সঙ্গে কাজ করার সুযোগ হয়নি। আর এখন উনি কী করছেন, তা সবাই দেখতে পাচ্ছেন। উনি থেকেই বা কী লাভ হচ্ছে?’’

প্রসঙ্গত, শনিবার সাতসকালে একটি টুইটে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় লেখেন, ”কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম। এবার ফলেন পরিচয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব। আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি !” আর এই টুইটের পরই প্রশ্ন উঠছে, তাহলে কী শেষপর্যন্ত বিজেপি ছাড়ছেন তথাগত রায়? বর্ষীয়ান নেতার টু্ইট কিন্তু তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। আর তার জবাবেই দিলীপ ঘোষ বুঝিয়ে দেন, তথাগতবাবুর দল করা না করায় পার্টিতে কোনও প্রভাব। কারণ, বঙ্গ বিজেপিতে তথাগত রায়ের কোনও গুরুত্ব নেই।

 

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version