Thursday, December 18, 2025

বিজেপি প্রমাণ করলো ত্রিপুরার জঙ্গলরাজ চলছে: হামলার পর আরেক সভা থেকে সরব কুণাল

Date:

Share post:

লাগাতার হামলা, আক্রান্ত প্রার্থী, তবে পিছু হটার পাত্র নয় তৃণমূল। আগরতলার ইন্দ্রনগরে তৃণমূলের(TMC) সভা মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর কর্নেল চৌমহনীর সভামঞ্চ থেকে বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। জানিয়ে দিলেন ত্রিপুরাতে যে জঙ্গলরাজ চলছে বিজেপি(BJP) নিজেই তার প্রমাণ দিল।

সন্ধ্যায় আগরতলার ইন্দ্রনগরে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয় ও কুণাল ঘোষের উপস্থিতিতে সভা ছিল তৃণমূলের। সভা বানচাল করতে মঞ্চের পাশে ডিজে বাজানোর পাশাপাশি গুঁড়িয়ে দেওয়া হয় মঞ্চ। একইসঙ্গে তৃণমূল প্রার্থীকে মারধর ও ভাঙচুর করা হয়েছে পার্শ্ববর্তী একাধিক বাড়ি। বিজেপির গুন্ডাবাহিনী হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। এই হামলা চলাকালীন ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও, তারা নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ। এই হামলার পরই পার্শ্ববর্তী আরেকটি সভামঞ্চে দাঁড়িয়ে সেই প্রসঙ্গ তুলে ধরে কুণাল ঘোষ বলেন, “পুলিশের অনুমতি নেওয়া সভা বিজেপি করতে দিল না। আমরা সভা করে কি বলতাম? ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ। যারা এটা শুনতো তাদের কেউ হয়তো বিশ্বাস করত, কেউ করত না। কিন্তু সভামঞ্চে হামলা চালিয়ে বিজেপি প্রমাণ করলো ত্রিপুরাতে জঙ্গল রাজ চলছে।”

এখানেই থেমে থাকেনি কুণাল ঘোষ। সুর চড়িয়ে তিনি আরো বলেন, “ত্রিপুরার মাটিতে এখন একটাই মন্ত্র চুপচাপ তৃণমূলে ছাপ। আপনাদের বাড়ির বাইরে বেরোতে হবে না, তৃণমূলের সভায় যোগ দিতে হবে না, হামলার শিকার হতে হবে না, শুধু একটাই মন্ত্র মাথায় রাখবেন চুপচাপ তৃণমূলে ছাপ।” তিনি আরো বলেন, বিজেপি তৃণমূলকে ভয় পেয়েছে, বুঝে গিয়েছে গোটা রাজ্যে অরাজকতা সৃষ্টি করা এই বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী কে! আর তাই আমাদের ওপর হামলা চালানো হচ্ছে। অমিত শাহের আসার কথা ছিল আগরতলায়। কিন্তু সেই সভা বাতিল করেছে। কারণ ওদের রিপোর্ট বলছে অমিত শাহ আসলে বিজেপি গো হারা হারবে।”

আরও পড়ুন- Bally Municipality: বালির পুর পরিষেবা বাড়াতে উদ্যোগী নয়া প্রশাসক তরুণ ভট্টাচার্য

এছাড়াও এদিনের সভায় থেকে তৃণমূল নেতা আরও বলেন, বাংলার মানুষ কন্যাশ্রী পায়, স্বাস্থ্যসাথী পায়, লক্ষীর ভান্ডার পায়। তাহলে ত্রিপুরার মানুষ কেন তা থেকে বঞ্চিত হবে। আমাদের একটা সুযোগ দিন। এদিনের সভা থেকে বাম এবং কংগ্রেস সমর্থকদেরও তৃণমূলে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন- Soumitra Khan: “লোকসভায় মেরেকেটে ৩টি আসন পাবে বিজেপি”, সৌমিত্র খাঁ-এর গোপন অডিও ক্লিপ ফাঁস

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...