Wednesday, November 12, 2025

বিজেপি প্রমাণ করলো ত্রিপুরার জঙ্গলরাজ চলছে: হামলার পর আরেক সভা থেকে সরব কুণাল

Date:

লাগাতার হামলা, আক্রান্ত প্রার্থী, তবে পিছু হটার পাত্র নয় তৃণমূল। আগরতলার ইন্দ্রনগরে তৃণমূলের(TMC) সভা মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর কর্নেল চৌমহনীর সভামঞ্চ থেকে বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। জানিয়ে দিলেন ত্রিপুরাতে যে জঙ্গলরাজ চলছে বিজেপি(BJP) নিজেই তার প্রমাণ দিল।

সন্ধ্যায় আগরতলার ইন্দ্রনগরে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয় ও কুণাল ঘোষের উপস্থিতিতে সভা ছিল তৃণমূলের। সভা বানচাল করতে মঞ্চের পাশে ডিজে বাজানোর পাশাপাশি গুঁড়িয়ে দেওয়া হয় মঞ্চ। একইসঙ্গে তৃণমূল প্রার্থীকে মারধর ও ভাঙচুর করা হয়েছে পার্শ্ববর্তী একাধিক বাড়ি। বিজেপির গুন্ডাবাহিনী হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। এই হামলা চলাকালীন ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও, তারা নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ। এই হামলার পরই পার্শ্ববর্তী আরেকটি সভামঞ্চে দাঁড়িয়ে সেই প্রসঙ্গ তুলে ধরে কুণাল ঘোষ বলেন, “পুলিশের অনুমতি নেওয়া সভা বিজেপি করতে দিল না। আমরা সভা করে কি বলতাম? ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ। যারা এটা শুনতো তাদের কেউ হয়তো বিশ্বাস করত, কেউ করত না। কিন্তু সভামঞ্চে হামলা চালিয়ে বিজেপি প্রমাণ করলো ত্রিপুরাতে জঙ্গল রাজ চলছে।”

এখানেই থেমে থাকেনি কুণাল ঘোষ। সুর চড়িয়ে তিনি আরো বলেন, “ত্রিপুরার মাটিতে এখন একটাই মন্ত্র চুপচাপ তৃণমূলে ছাপ। আপনাদের বাড়ির বাইরে বেরোতে হবে না, তৃণমূলের সভায় যোগ দিতে হবে না, হামলার শিকার হতে হবে না, শুধু একটাই মন্ত্র মাথায় রাখবেন চুপচাপ তৃণমূলে ছাপ।” তিনি আরো বলেন, বিজেপি তৃণমূলকে ভয় পেয়েছে, বুঝে গিয়েছে গোটা রাজ্যে অরাজকতা সৃষ্টি করা এই বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী কে! আর তাই আমাদের ওপর হামলা চালানো হচ্ছে। অমিত শাহের আসার কথা ছিল আগরতলায়। কিন্তু সেই সভা বাতিল করেছে। কারণ ওদের রিপোর্ট বলছে অমিত শাহ আসলে বিজেপি গো হারা হারবে।”

আরও পড়ুন- Bally Municipality: বালির পুর পরিষেবা বাড়াতে উদ্যোগী নয়া প্রশাসক তরুণ ভট্টাচার্য

এছাড়াও এদিনের সভায় থেকে তৃণমূল নেতা আরও বলেন, বাংলার মানুষ কন্যাশ্রী পায়, স্বাস্থ্যসাথী পায়, লক্ষীর ভান্ডার পায়। তাহলে ত্রিপুরার মানুষ কেন তা থেকে বঞ্চিত হবে। আমাদের একটা সুযোগ দিন। এদিনের সভা থেকে বাম এবং কংগ্রেস সমর্থকদেরও তৃণমূলে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন- Soumitra Khan: “লোকসভায় মেরেকেটে ৩টি আসন পাবে বিজেপি”, সৌমিত্র খাঁ-এর গোপন অডিও ক্লিপ ফাঁস

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version