Breaking: আগামী বুধবার তৃণমূলে যোগ দেবেন বরুণ গান্ধী?

সোমনাথ বিশ্বাস

তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এ যোগ দেবেন বরুণ গান্ধী (Barun Gandhi)? আগামী বুধবার দিল্লিতে এই ঘটনা ঘটতে পারে। বরুণ বিজেপি(BJP)-র তীব্র বিরোধিতা করছেন এবং তৃণমূলকেই আসল কংগ্রেস বলে মনে করছেন।ইন্দিরা গান্ধী (Indira Gandhi)-র ছোট ছেলে সঞ্জয় গান্ধীর পুত্র এই বরুণ। তিনি এবং তাঁর মা মানেকা একসময় বিজেপি শিবিরে থাকলেও নানা ইস্যুতে তাঁদের দূরত্ব বাড়ছে। সোমবার দিল্লি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee). মঙ্গলবার যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee). এরপর বুধবার বরুণ তৃণমূলে আসতে পারেন। তবে এটি সত্যি না জল্পনা তা স্পষ্ট নয়। তৃণমূলের তরফ থেকে একটি শব্দও বলা হয়নি। উল্লেখ্য, সোনিয়া- রাহুলদের সঙ্গে মানেকা-বরুণদের সম্পর্ক ভালো নয়। একসময়ে মানেকা ছেলেকে নিয়ে বাড়ি ছেড়েছিলেন। যাই হোক জল্পনা এখন তুঙ্গে।


</a


 

Previous articleআগামী সপ্তাহে দিল্লি সফরে মমতা, বিনিয়োগের লক্ষ্যে ডিসেম্বরে যাবেন মুম্বই
Next articleIndia-New Zealand: ইডেন ম‍্যাচে টিকিটের কালোবাজারি, ৬৫০ টিকিটের দাম উঠল ৩০০০ টাকা