Malda: স্টপেজের দাবিতে গ্রামবাসীদের সঙ্গে ধর্নায় তৃণমূল বিধায়ক

হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুমেদপুর জংশনে এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে ধর্নায় বসলেন এলাকার বিধায়ক তজমুল হোসেন।  দু’দিন আগেই তিনি বিধানসভাতে এক্সপ্রেস ট্রেনের স্টপেজ থেকে বঞ্চিত করা হচ্ছে কুমেদপুর জংশনকে এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। গ্রামবাসীদের ধর্নার ১১তম দিনে এদিন গ্রামবাসীদের সঙ্গে প্ল্যাকার্ড নিয়ে স্টেশন প্ল্যাটফর্মে বসে পড়েন বিধায়ক।

আরও পড়ুন:ত্রিপুরায় নির্লজ্জ বিজেপি, সায়নীর বিরুদ্ধে ভুয়ো মামলা দিয়ে হোটেলে পুলিশ

প্রসঙ্গত, বিহার সীমান্তে অবস্থিত কুমেদপুর জংশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন। অতিমারি পর্বের আগে এই জংশনে সাতটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ ছিল। এছাড়াও একাধিক প্যাসেঞ্জার ট্রেনেরও স্টপেজ ছিল। তবে, করোনা আবহে সমস্ত স্টপেজ তুলে নেওয়া হয়েছে। তাই এদিন সকাল থেকেই স্টপেজের দাবিতে প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসেন তৃনমূল বিধায়ক।

বিধায়ক তজমুল হোসেন জানান, প্রয়োজনে স্টপেজের দাবিতে দিল্লিতে গিয়ে রেল দফতরে যোগাযোগ করবেন। গ্রামবাসীদের সমস্যার খুব দ্রুত সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Previous articleIndia-New Zealand: ভারত-নিউইল‍্যান্ড ম‍্যাচে টিকিটের কালোবাজারি, গ্রেফতার একাধিক
Next articleCricket:ইডেনে সুপার সানডে ম্যাচ, নিরাপত্তার ঘেরাটোপে কলকাতা, বন্ধ বহু রাস্তা