Tuesday, May 6, 2025

Tripura: হিম্মত থাকলে বহিষ্কার করুক বিজেপি: সুদীপের বক্তব্যকে স্বাগত জানিয়ে চ্যালেঞ্জ ব্রাত্য-কুণালের

Date:

ত্রিপুরার বিজেপি নেতা সুদীপ রায় বর্মনের বিস্ফোরক বক্তব্যকে স্বাগত। আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন তৃণমূল (Tmc) নেতা ব্রাত্য বসু (Bratya Basu) ও কুণাল ঘোষ (Kunal Ghosh)। মঙ্গলবার, সকালে সাংবাদিক বৈঠক করে ত্রিপুরার বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বোমা ফাটান সুদীপ। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব-সহ রাজ্যের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন দেন তিনি। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন ব্রাত্য ও কুণাল।

পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা তৃণমূল নেতা ব্রাত্য বসু বলেন, সুদীপ রায় বর্মন যা কথা বলেছেন তাঁকে স্বাগত। এরপর এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ব্রাত্য বলেন, হিম্মত থাকলে সুদীপ রায় বর্মনকে (Sudip Ray Barman) বহিষ্কার করে দেখাক বিজেপি।

কুণাল ঘোষ বলেন, “বিজেপির ভিতর থেকে বলছে, এখানে উন্নয়ন নেই, সন্ত্রাস চলছে। এতদিন আমরা যে অভিযোগ করছিলাম যে ত্রিপুরা জঙ্গলরাজ চলছে, এদিন সুদীপ রায় বর্মনের কথায় সেটা স্পষ্ট হয়ে গেল। আমাদের আবেদন আপনারা ভোট দিন। নীরব প্রতিবাদ করুন। চুপচাপ জোড়াফুলে ছাপ দিন।”

ব্রাত্য বসু বলেন, “ত্রিপুরার বিজেপি গুণ্ডাদের দল। আমার তাদের কাছে অনুরোধ, বিরোধী ও সাধারণ মানুষের উপর অত্যাচার না করে, হিম্মত থাকলে সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করে দেখাক বিজেপি।” একইসঙ্গে তৃণমূল নেতাদের মতে, সুদীপ রায় বর্মনের বক্তব্য থেকেই স্পষ্ট, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরার রাজ্য নেতৃত্বকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তীব্র কটাক্ষ করে ব্রাত্য বলেন, ত্রিপুরায় খোকা-খুকুর সরকার চলছে। আর বিজেপির হার্মাদরা সন্ত্রাস চালাচ্ছে।

আরও পড়ুন:Supreme Court: পুরভোটে নিরাপত্তার কী ব্যবস্থা? দেড় ঘণ্টার মধ্যে ত্রিপুরা সরকারকে জানাতে বলল সুপ্রিম কোর্ট

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version