Wednesday, November 12, 2025

Tripura: হিম্মত থাকলে বহিষ্কার করুক বিজেপি: সুদীপের বক্তব্যকে স্বাগত জানিয়ে চ্যালেঞ্জ ব্রাত্য-কুণালের

Date:

ত্রিপুরার বিজেপি নেতা সুদীপ রায় বর্মনের বিস্ফোরক বক্তব্যকে স্বাগত। আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন তৃণমূল (Tmc) নেতা ব্রাত্য বসু (Bratya Basu) ও কুণাল ঘোষ (Kunal Ghosh)। মঙ্গলবার, সকালে সাংবাদিক বৈঠক করে ত্রিপুরার বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বোমা ফাটান সুদীপ। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব-সহ রাজ্যের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন দেন তিনি। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন ব্রাত্য ও কুণাল।

পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা তৃণমূল নেতা ব্রাত্য বসু বলেন, সুদীপ রায় বর্মন যা কথা বলেছেন তাঁকে স্বাগত। এরপর এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ব্রাত্য বলেন, হিম্মত থাকলে সুদীপ রায় বর্মনকে (Sudip Ray Barman) বহিষ্কার করে দেখাক বিজেপি।

কুণাল ঘোষ বলেন, “বিজেপির ভিতর থেকে বলছে, এখানে উন্নয়ন নেই, সন্ত্রাস চলছে। এতদিন আমরা যে অভিযোগ করছিলাম যে ত্রিপুরা জঙ্গলরাজ চলছে, এদিন সুদীপ রায় বর্মনের কথায় সেটা স্পষ্ট হয়ে গেল। আমাদের আবেদন আপনারা ভোট দিন। নীরব প্রতিবাদ করুন। চুপচাপ জোড়াফুলে ছাপ দিন।”

ব্রাত্য বসু বলেন, “ত্রিপুরার বিজেপি গুণ্ডাদের দল। আমার তাদের কাছে অনুরোধ, বিরোধী ও সাধারণ মানুষের উপর অত্যাচার না করে, হিম্মত থাকলে সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করে দেখাক বিজেপি।” একইসঙ্গে তৃণমূল নেতাদের মতে, সুদীপ রায় বর্মনের বক্তব্য থেকেই স্পষ্ট, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরার রাজ্য নেতৃত্বকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তীব্র কটাক্ষ করে ব্রাত্য বলেন, ত্রিপুরায় খোকা-খুকুর সরকার চলছে। আর বিজেপির হার্মাদরা সন্ত্রাস চালাচ্ছে।

আরও পড়ুন:Supreme Court: পুরভোটে নিরাপত্তার কী ব্যবস্থা? দেড় ঘণ্টার মধ্যে ত্রিপুরা সরকারকে জানাতে বলল সুপ্রিম কোর্ট

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version