Sunday, January 11, 2026

SSC ভবন অভিযান ঘিরে পুলিশ বামেদের ধস্তাধস্তিতে রণক্ষেত্র, বিক্ষোভ বিধাননগর থানার সামনেও

Date:

Share post:

গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগে বামেদের এসএসসি (SSC) ভবন অভিযান ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে রণক্ষেত্র করুণাময়ী। পথে নেমেছে ডিওয়াইএফআই, এসএফআই। ব্যারিকেড ভেঙে মিছিল এগোতেই বাধা দেয় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। একাধিক কর্মী সমর্থকদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। মিছিলে ছিলেন সৃজন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়, দেবাঞ্জন দে সহ প্রমুখ। তাঁদের আটক করা হয়েছে। তাঁদের বিধাননগর পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার প্রতিবাদে থানার সামনে প্রতিবাদ করছেন বাম কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, যাঁদের আটক করা হয়েছে তাদের এখনই মুক্তি দিতে হবে। থানায় যাচ্ছেন বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলে জানা গিয়েছে।

বুধবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় এসএসসি (SSC) ভবনের সামনে। আন্দোলনকারীদের দাবি, প্রশাসনের তরফে ক্ষমা চাইতে হবে তাঁদের কাছে। ক্ষমা না চাওয়া হলে তাঁরা সেখান থেকে সরবেন না। বামেদের অভিযোগ, পুলিশ (Police) মহিলা সমর্থকদের সঙ্গে অভব্য আচরণ করেছেন। পুলিশ-বামেদের ধস্তাধস্তির মধ্যে এক সমর্থক অসুস্থ হয়ে পড়েন বলে খবর।

আরও পড়ুন-Municipal Election: পিছোল পুরভোট মামলার শুনানি, সিদ্ধান্ত নিতে হবে কমিশনকেই 

কয়েকদিন আগে এসএসসির দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। ২০১৬ সালে পশ্চিমবঙ্গে গ্রুপ ডি (Group D) নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। সেই বিজ্ঞপ্তি অনুসারে ১৩ হাজার প্রার্থী নিয়োগ হয়। ২০১৯ সালের মে মাসে সেই গ্রুপ ডি প্যানেলের মেয়াদ শেষ হয়। তারপরেও একাধিক প্রার্থী নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ২৫ জনের নিয়োগের সুপারিশের কথা জানা গিয়েছে। সেই তথ্য কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) হাতে আসে। কী ভাবে মেয়াদ উত্তীর্ণ নিয়োগ তালিকা থেকে নিয়োগ তারই তথ্য চায় আদালত। যদিও স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতি মামলায় এখনই সিবিআই অনুসন্ধান শুরু করতে পারছে না জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

spot_img

Related articles

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...