SSC Recruitment : এখনই সিবিআই নয়, একক বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

হাই কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের (Ssc grp- Dstaff recruitment) গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতি মামলায় এখনই সিবিআই অনুসন্ধান শুরু করতে পারছে না । হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই রায়কে তিন সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ । এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ যে রায় দিয়েছিল, তাতে তিন সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ।

স্কুলে গ্রুপ-ডি বা চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের প্রক্রিয়ায় গরমিল দেখা দেওয়ায় কেন্দ্রীয় তাইতো কারী সংস্থা সিবিআই কে প্রাথমিক অনুসন্ধানের দায়িত্ব দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ। আগামী 21 শে ডিসেম্বরের মধ্যে অনুসন্ধান শেষ করে আদালতকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছিল কিন্তু সিঙ্গল বেঞ্চের সেই রায় কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য বুধবার সেই মামলার শুনানি ছিল । রাজ্য, স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদের তারিখে গড়া সেই মামলা মামলার শুনানিতে বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই বিষয়ে আরও বিস্তারিত শুনানির প্রয়োজন। তাই তিন সপ্তাহের জন্য ওই নির্দেশ স্থগিত থাকবে। এই তিন সপ্তাহ সময়সীমার মধ্যে এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদকে সমস্ত তথ্য মুখবন্ধ খামে আদালতের কাছে জমা দিতে হবে। একক বেঞ্চের নির্দেশ মোতাবেক যা সিবিআইয়ের কাছে জমা দেওয়ার কথা ছিল।

Previous articleBCCI: ভারতীয় দলে মাংস বিতর্ক নিয়ে মুখ খুলল বিসিসিআই
Next articleTripura Municipal Elections:  পুরভোটে কোন বুথে কত বাহিনী মোতায়েন? জেনে নিন