Saturday, November 15, 2025

Left Front: কলকাতা পুরভোটে বামেদের প্রার্থী তালিকায় প্রাধান্য পাচ্ছে নতুন প্রজন্ম

Date:

রাজ্য নির্বাচন কমিশন কলকাতা পুরভোটের (KMC Election) দিন ঘোষণা করার ২৪ ঘন্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে জেলা বামফ্রন্ট (Left Front)। আজ, শুক্রবার বেলা তিনটে নাগাদ প্রমোদ দাশগুপ্ত ভবনে সাংবাদিক সম্মেলনে করে প্রার্থী তালিকা ঘোষণা করবে CPIM কলকাতা জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের আহ্বায়ক কল্লোল মজুমদার (Kallol Majumder)। খাতা খুলতে না পারলেও বিধানসভা ভোটের মতোই এবারও তারুণ্যের উপর ভরসা রাখতে চলেছে বাম নেতৃত্ব।

পুরভোটে কংগ্রেসের সঙ্গে আনুষ্ঠানিক কোনও জোট না হলেও নির্বাচনী আসন সমঝোতার ইঙ্গিত দিয়ে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৬টি ওয়ার্ডের প্রার্থী বাদ রেখে বাকি আসনে তালিকা ঘোষণা করবে বামফ্রন্ট। কংগ্রেস যদি চায় ওই ১৬টি ওয়ার্ডে প্রার্থী দিতে পারে, সেক্ষেত্রে বামেরা বাইরে থেকে সমর্থন করবে। অথবা কংগ্রেসের মতিগতি দেখে পরে বামেদের মধ্যে থেকেই ওই ওয়ার্ডে নির্দল বা দলীয় প্রতীকে প্রার্থী ঘোষণা করা হবে। ফলে জোট ইস্যুতে কংগ্রেসের কোর্টে বল রেখে প্রার্থী তালিকা ঘোষণা করবে সিপিএম তথা বামেরা।

বামফ্রন্ট সূত্রে খবর, পুরভোটেও তরুণ প্রার্থীদের সুযোগ দেওয়া হবে। SFI-DYFI করা ছাত্র-যুব নেতৃত্বের অনেকেই কলকাতা পুরভোটে বামেদের প্রার্থী হচ্ছে বলে খবর। এমনকি, বিধানসভা ভোট ও উপনির্বাচনে হেরে যাওয়া নতুন প্রজন্মের নেতাদের অনেককেই পুরভোটে দাঁড় করাতে চলেছে বামেরা।

আরও পড়ুন:TMC: মেঘালয়ে ভাঙনের পর সুর নরম, তৃণমূলের সঙ্গে জোটে যেতে রাজি কংগ্রেস

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version