Saturday, January 10, 2026

Congress: কলকাতা পুরভোটে প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের, প্রশ্নের মুখে বামেদের জোট-বার্তা

Date:

Share post:

তৃণমূল বা বামেদের চাইতে পিছিয়ে থেকেও বিজেপির আগে প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। শনিবার, সন্ধেয় কলকাতা পুরসভার নির্বাচনে (Municipal Election) ৬৬টি ওয়ার্ডের প্রার্থীতালিকা প্রকাশ করা হয়। একুশের বিধানসভা ভোটের মতো পুরভোটে বাম এবং কংগ্রেসের (Congress) মধ্যে নির্বাচনী জোট নেই। তবে বামেদের (Left) প্রার্থী তালিকা ঘোষণার সময় বলা হয়েছে, সমমনোভাবাপন্ন দলগুলিকে একজোট করেই লড়াইয়ের ময়দানে নামে চায় তারা। সেই জন্য বেশ কয়েকটি আসন ছেড়ে রাখা হয়েছে কংগ্রেস এবং আইএসএফ (Isf)-এর জন্য। তবে, বামেরা তাদের জন্য যত আসন ছেড়েছে, তার তুলনায় অনেক বেশি আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। তবে, কংগ্রেসের প্রার্থী তালিকাতেও অনেক কেন্দ্রেই প্রার্থী দেওয়া হয়নি।

টিকিট না পেয়ে তৃণমূলের দুই বিদায়ী কাউন্সিলর শনিবারই যোগ দিয়েছেন কংগ্রেসে। আর যোগদানের পুরস্কারও পেলেন ১৩৮ নম্বর ওয়ার্ডের মমতাজ বেগম এবং ৮ নম্বর ওয়ার্ডের পার্থ মিত্র। দু’জনেই পুরভোটে কংগ্রেসের টিকিট পেলেন।

বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট করেও একটি আসনও জিততে পারেনি। এবার, কলকাতা পুরভোটে বামেরা যে আসনে প্রার্থী দিয়েছে, সেই আসনেই প্রার্থী দিয়ে বামেদের সঙ্গে সরাসরি লড়াই নামল কংগ্রেস। আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী জানিয়েছিলেন, কোনও অবস্থাতেই আইএসএফ-এর সঙ্গে জুটে যেতে চান না তিনি। কিন্তু বামেদের প্রার্থী তালিকা ঘোষণার সময় আব্বাস সিদ্দিকিদের দলের নাম উল্লেখ করা হয়েছিল। এবার পুরো ভোটের ময়দানে বিরোধীদের লড়াইটা কী হয় সেটাই দেখার।

আরও পড়ুন- Firhad Hakim: ভোটে প্রার্থী হওয়ার পরই কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম

 

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...