Friday, December 19, 2025

ISL Derby: ডার্বির রং সবুজ-মেরুন, এসসি ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারাল এটিকে মোহনবাগান

Date:

Share post:

আইএসএলে(Isl) তিনে তিন। ডার্বি ( Derby) জয় এটিকে মোহনবাগানের ( Atk mohunbagan)। শনিবার আইএসএলের প্রথম ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলের ( Sc EastBengal) বিরুদ্ধে ৩-০ গোলে জিতল হাবাসের দল। বাগানের হয়ে তিন গোল রয় কৃষ্ণা, মনবীর সিং, লিস্টোন কোলাসোর। ম‍্যাচের জনি কাউকো।

রবিবার তিলক ময়দান যেন দেখল একপেশে লড়াই। লড়াই সবুজ-মেরুন ব্রিগেডের। ম‍্যাচের প্রথম থেকেই এদিন মানোলো দিয়াজের ছেলেদের নিয়ে ছেলে খেলা খেলল প্রীতম কোটাল, রয় কৃষ্ণা, মনবীর সিংরা। ম‍‍্যাচে এদিন একাধিক পরিবর্তন করে দল সাজান লাল-হলুদ কোচ। ডিফেন্স থেকে অ‍্যাটাকিং। বদল আনেন দিয়াজ। কিন্তু কোথায় কি। এদিন যেন সব রং ফিকে হয়ে যায় রয় কৃষ্ণা, মনবীরদের পায়ের জাদুতে। ম‍্যাচের প্রথম থেকেই একের পর এক আক্রমণে যেতে থাকেন রয় কৃষ্ণারা। যার ফলে ম‍্যাচের ১২ মিনিটে প্রথম গোল পেয়ে যায় এটিকে মোহনবাগান। এই গোলের রেশ কাটতে না কাটতেই ম‍্যাচের ১২ মিনিটে বাগানের হয়ে দ্বিতীয় গোলটি করেন মনবীর সিং। এরপর ২৩ মিনিটে লাল-হলুদ গোলরক্ষক অরিন্দমের ভুলে তৃতীয় গোলটি হজম করে ইস্টবেঙ্গল। মোহনবাগানের হয়ে তৃতীয় গোলটি করেন লিস্টন কোলাসো। এরপর চোটের কারণে ৩৩ মিনিটে মাঠ ছাড়েন অরিন্দম। অরিন্দমের বদলে মাঠে আসেন শুভম সেন। এদিন লাল-হলুদের হয়ে একমাত্র ভরসার জায়গা হয়ে ওঠেন সুভম।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন আনেন লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ। চিমা, আমির মাঠে নামলেও, তাদের হতশ্রী ফুটবল ছাড়া আর কিছু নজর পড়ল না লাল-হলুদের খেলায়। যার ফলে আবার ডার্বির রং হল সবুজ-মেরুন।

গত মরশুমের পর চলতি মরশুমেও এসসি ইস্টবেঙ্গলের দলের খেলা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। দলের ডিফেন্স থেকে অ‍্যাটাকিং সব জায়গায়তেই বেশ নড়বড়ে লাল-হলুদ ব্রিগেড।

আরও পড়ুন:Axar Patel: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন অক্ষর প‍্যাটেল

 

spot_img

Related articles

রাস্তা উদ্বোধনেই উন্নয়ন! শনিতে মতুয়াদের মোদির দেওয়া প্রতিশ্রুতি মূল্য নেই, দাবি তৃণমূলের

মতুয়া অধ্যুষিত নদিয়ার তাহেরপুরে বিজেপির ভোট ফেরানোর চেষ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসআইআরে সবথেকে ক্ষতির মুখে বাংলার মতুয়া (Matua)...

জুবিন-মৃত্যুতে খুনের তত্ত্ব ওড়ালো সিঙ্গাপুর: পুলিশি তদন্তে প্রকাশ

শিল্পী জুবিন গর্গের মৃত্যুতে খুনের অভিযোগ তুলে এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে অসমের বিজেপি শাসিত প্রশাসন। যার মধ্যে...

স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে রাজ্যে আরও ২৩০ কোটি টাকা খরচ, বেশ কিছু অর্থ দেবে রাজ্য

স্বচ্ছ ভারত মিশন (Swachh Bharat Mission) প্রকল্পে রাজ্যে (State) আরও ২৩০ কোটি টাকা খরচ হতে চলেছে। পঞ্চায়েত দফতর...

ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা, কমিশনকে নিশানা ব্রাত্যর

শিক্ষকদের বিএলওর কাজে যুক্ত করে পঠন-পাঠনে এমনিই ব্যাঘাত সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। এদিকে, সামনেই মাধ্যমিক পরীক্ষা। তাই ওই...