দীর্ঘ চার বছর পর ঋদ্ধিমান সাহা (wriddhiman saha) ব্যাট থেকে এল অর্ধশতরান। ভারত-নিউজিল্যান্ড ( India- New Zealand) প্রথম টেস্টের চতুর্থ দিনে বাংলার ঋদ্ধি আর শ্রেয়সের ব্যাটে ভর করে ভালো জায়গায় ভারতীয় দল (India team)। ৬১ রানে অপরাজিত থাকেন ঋদ্ধি।

প্রথম ইনিংসে সাফল্য না পেলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দুরন্ত বাংলার পাপালি। তৃতীয় দিনে ঘাড়ে ব্যাথার কারণে উইকেটের পিছনে দাঁড়াতে পারেননি ঋদ্ধি। পরিবর্ত হিসেবে উইকেটে পিছনে দাঁড়ান কেএস ভরত। কিন্তু পরিবর্ত ক্রিকেটার ব্যাটিং করতে না পারায়, ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামতেই হয়েছিল ঋদ্ধিকে। আর ব্যাট হাতে নামতেই দুরন্ত পারফরম্যান্স করে প্রশংসা কোড়ালেন পাপালি।

আরও পড়ুন:India-New Zealand: ভারতের বিরুদ্ধে কিউয়িদের জয়ের জন্য দরকার ২৮০ রান