Thursday, January 22, 2026

Goa: ‘হাত’ ধরল গোয়া ফরোয়ার্ড পার্টি, প্রতারকদের বিশ্বাস করবে না গোয়া: তৃণমূল

Date:

Share post:

শেষ পর্যন্ত কংগ্রেসের সঙ্গেই হাত মেলালো গোয়া ফরোয়ার্ড পার্টি। মঙ্গলবার বিজয় সরদেশাই তাঁর টুইটারে কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর কথা লিখেছেন। সঙ্গে রাহুল গান্ধীর সঙ্গে ছবিও দিয়েছেন। এই ছবি সহ বিজয় সরদেশাইয়ের টুইটকে তুলে ধরে গোয়া তৃণমূল কংগ্রেসে জানিয়েছে ২০১৭ তে যারা গোয়ার মানুষের সঙ্গে প্রতারণা করেছে সেই “কালপ্রিটরা” আবার ফিরে এসেছে। কিন্তু গোয়ার মানুষ আর তাদের বিশ্বাস করবে না।

আগামী বছরের শুরুতেই গোয়ায় বিধানসভার নির্বাচন। তৃণমূল কংগ্রেস গোয়ায় জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে। লিয়েন্ডার পেজের মতো আন্তর্জাতিক মানের টেনিস খেলোয়াড় যোগ দিয়ে রীতিমতো গোয়া চষে ফেলছেন। প্রতিদিনই কেউ না কেউ যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। এতেই থরহরি কম্পমান বিজেপি, কংগ্রেস, গোয়া ফরোয়ার্ড পার্টি, গোয়া গোমন্তক পার্টি। বিশেষত বিজেপি ও কংগ্রেস যথেষ্ট চাপে রয়েছে। সম্প্রতি গোয়া ফরোয়ার্ড পার্টির দীর্ঘদিনের নেতা- কর্মী সমর্থকরাও যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। ফলে অশনিন সংকেত দেখছেন বিজয় সরদেশাই। তাই অস্থিত্ব রক্ষায় এবার কংগ্রেসের হাত ধরলেন তিনি।

বিজয় সরদেশাই গোয়ার রাজনীতিতে সুযোগ সন্ধানী দলবদলু হিসেবেই পরিচিত। এমন কোনও দল নেই যার সঙ্গে গোয়া ফরোয়ার্ড পার্টি থাকেনি। সম্প্রতি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া সফরে গেলে তাঁর সঙ্গেও দেখা করেন বিজয় সরদেশাই। তবে বিশেষ কল্কে পাননি।

এর আগে গোয়ায় জিতেও বিজেপির কাছে কার্যত নিজেদের বিধায়কদের বিক্রি করে দিয়েছিল কংগ্রেস। না জিতেও গোয়ায় সরকার গড়ে বিজেপি। বিধানসভা নির্বাচনের এবার আবার তারা নেমে পড়েছে গোয়ার মাটিতে।

তৃণমূল কংগ্রেসের স্পষ্ট বক্তব্য গোয়ার মানুষ এবার আর তাদের কোনও জায়গা দেবে না।

আরও পড়ুন- Nabanna: ওমিক্রন সংক্রমণ রুখতে সতর্ক রাজ্য, করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ল

spot_img

Related articles

ব্লু লাইনে ব্যাহত পরিষেবা, বৃহস্পতির সকালে ভাঙা পথে চলছে মেট্রো 

সাতসকালে মেট্রো বিভ্রাট। রবীন্দ্রসদন থেকে রবীন্দ্র সরোবর স্টেশন (Rabindra Station to Rabindra Sarovar) পর্যন্ত পরিষেবা বন্ধ, দক্ষিণেশ্বর থেকে...

কেমন যাবে আপনার আজকের দিনটি? জানুন…

মেষ: কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে মানসিক শান্তি ও দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে।...

লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ! চাঞ্চল্য এন্টালিতে

বহুতলের লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এন্টালিতে। বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ...

রাজ্য সফর শুরু বাংলা দিয়েই: বিজেপি সভাপতি নীতীন নবীনের নজরে দুই জেলা

দায়িত্ব নিয়েই দেশের পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের গুরুদায়িত্ব সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের কাঁধে। যদিও নরেন্দ্র...