Wednesday, August 20, 2025

ত্রিপুরা পুরভোটে ব্যাপক রিগিং, প্রিসাইডিং অফিসারের বক্তব্যকে হাতিয়ার তৃণমূলের

Date:

Share post:

ত্রিপুরা পুরভোটে(Tripura municipality Election) বিজেপির(BJP) গুন্ডা বাহিনীর ব্যাপক সন্ত্রাসের পরও ২০ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল(TMC)। দখলে এসেছে একটি আসন। বহু জায়গাতেই দ্বিতীয় স্থান দখল করেছে ঘাসফুল শিবির। যদিও ত্রিপুরার নির্বাচনে আদতে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। আর সেই অভিযোগের স্বপক্ষে এবার উঠে এলো ত্রিপুরা নির্বাচনের দায়িত্বে থাকা এক প্রিসাইডিং অফিসারের বক্তব্য। যা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সংবাদপত্রে। সেই প্রিসাইডিং অফিসারের বক্তব্যকেই এবার হাতিয়ার করলাম তৃণমূল শিবির।

সংবাদপত্র প্রকাশিত ওই প্রতিবেদনে সরকারি আধিকারিক তাঁর বিস্তারিত অভিজ্ঞতা উল্লেখ করেছেন। তুলে ধরেছেন কিভাবে ভোট লুট করেছে বিজেপি গুন্ডাবাহিনী। বিশদে ব্যাখ্যা দিয়ে তিনি জানিয়েছেন, ভোটের দিন ১০ থেকে ১৫ জন যুবক ভোট কেন্দ্রের ভেতরে ঢোকে এবং আধিকারিকদের বাইরে যেতে বলে অবাধে ছাপ্পা ভোট দেয়। শুধু ওই আধিকারিকের কেন্দ্র নয়, তিনি খোঁজ নিয়ে জানতে পারেন আশেপাশের সমস্ত কেন্দ্রে একই ঘটনা ঘটেছে। জনৈক ওই আধিকারী নিজেকে বিজেপি সমর্থক বলে দাবি করে জানিয়েছেন, “এই দিন দেখব বলে বিজেপিকে ডেকে আনেনি। এই বিজেপির প্রতি ঘৃণা ধরে গেছে।”

অন্যদিকে প্রিসাইডিং অফিসারের সেই ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ্যে আসতেই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে ত্রিপুরা তৃণমূল। টুইটারে তৃণমূলের তরফে লেখা হয়েছে, “প্রিসাইডিং অফিসারের নিজের ও তাঁর আশেপাশের বুথগুলিতে রিগিং অভিজ্ঞতা ভয়াবহ। গোটা ত্রিপুরা অসহায়তায় ভুগছে। ত্রিপুরায় বিজেপি গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করছে‌”।

 

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...