দিনহাটা পুরভোটে বিজেপি সব আসনে প্রার্থী দিলে বুঝতে হবে আমি রাজনীতি বুঝি না: Udayan Guha

‘দিনহাটা পুরভোটে বিজেপি সব আসনে প্রার্থী দিলে বুঝতে হবে আমি রাজনীতি বুঝি না।’ কোচবিহারে গিয়ে এমনটাই বললেন দিনহাটার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress MLA) বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)।

বিধায়ক (Udayan Guha) আরও বলেন,”নিশীথ প্রামানিক (Nishith Pramanik) এখন অপ্রাসঙ্গিক।” বুধবার কোচবিহারে গিরীন্দ্রনাথ বাবুর বাড়িতে জেলা নেতারা আলোচনা বসেন৷ সেখানেই এভাবেই বিজেপিকে (BJP) আক্রমণ করেন উদয়ন গুহ।

আরও পড়ুন-এবার উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিতে হবে, জানাল সংসদ

দিনহাটা পুরসভাতে আসন ১৬ টি। সব আসনের মধ্যে ১৬ নম্বর ওয়ার্ডে বিধানসভা ভোটে এগিয়ে ছিল তৃণমূল। বাকি আসনগুলিতে এগিয়েছিল বিজেপি। তবে বিধানসভা উপনির্বাচনে ১৬ আসনে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। এই পুরভোটেও এগিয়েই থাকবেন বলে আত্মবিশ্বাসী উদয়ন৷ অন্যদিকে বিজেপির দাবি তারাই জয়ী হবেন।

Previous articleIssue Congress: বিজেপির বিরুদ্ধে লড়াই করছে না কংগ্রেস: তীব্র কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর
Next articleইউপিএ বলে কিছু নেই: পাওয়ার সাক্ষাতের পর নয়া বিরোধী জোটের বার্তা মমতার