Thursday, December 4, 2025

School Fees: ফি না দিলেও পড়ুয়াদের লেখাপড়া-পরীক্ষায় বাধা দিতে পারবে না স্কুল: নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

ফি না দিলেও পড়ুয়াদের লেখাপড়া-পরীক্ষায় বাধা দিতে পারবে না বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। পড়ুয়াদের অ্যাডমিট কার্ড আটকে রাখতে পারবে না স্কুল। শুক্রবার, স্কুল ফি (School Fee) মামলায় পুরনো রায় মনে করিয়ে এই নির্দেশ দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় (Indraprasanna Majumder), বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের (Mousumi Bhattacharya) ডিভিশন বেঞ্চ।

অভিভাবকদের পুরো ফি মিটিয়ে দিতে হবে বলে আগে নির্দেশ দিয়েছিল আদালত। একইসঙ্গে বলা হয়েছিল ফি না দিলেও পড়ুয়াদের ক্লাস করতে বাধা দেওয়া যাবে না। কিন্তু তা সত্ত্বেও কয়েকটি বেসরকারি স্কুলের বিরুদ্ধে অভিযোগ ওঠে, বেতন না দেওয়ায় পড়ুয়াদের অনলাইন ক্লাসে অংশ নিতে দেওয়া হচ্ছে না। কোথাও অ্যাডমিট কার্ড না দেওয়ার অভিযোগ ওঠে। ১০০ শতাংশ বেতন মেটানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন কয়েকজন অভিভাবক।

এদিকে, বেতন না মেটানোয় কয়েকজন পড়ুয়াকে অনলাইন ক্লাসে অংশ নিতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন কয়েকজন। শুক্রবার, সেই মামলার শুনানিতে স্কুলের পক্ষের আইনজীবী হাইকোর্টে (High Court) জানান, এই ঘটনায় তাদের বিরুদ্ধে এফআইআর (Fir) দায়ের হয়েছে। পুলিশ অধ্যক্ষকে বার বার ডেকে পাঠিয়ে হেনস্থা করছে বলে অভিযোগ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই বেসরকারি স্কুল (School) নিয়ে কোনও পদক্ষেপ করতে নিষেধ করেছে আদালত। মামলাকারীর তরফের আইনজীবী বলেন, গত অক্টোবরে ১০০ শতাংশ বেতন মেটানোর যে নির্দেশ এই আদালত দিয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। সোমবার সেই মামলার শুনানি। তাই এই মামলার শুনানি স্থগিত রাখা হোক। ১৭ ডিসেম্বর কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি। তবে, বেতন না মেটানোয় কোনও পড়ুয়ার লেখাপড়ায় বাধা দেওয়া যাবে না বলে এ দিন ফের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

 

 

spot_img

Related articles

“এখনও নিজের নাম তালিকায় তুলিনি”! এনুমারেশন ফর্ম ফিল আপ নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী

বাংলাজুড়ে SIR-এর কাজ চলছে। এনুমারেশন ফর্ম বিতরণ শেষ। এবার শুরু হয়েছে সার্ভারে আপলোডের কাজ। একদিকে প্রথম থেকেই কাজের...

সহ্য় হয় না নিজের থেকে সুন্দরদের! হরিয়ানার তরুণীর রোষের শিকার সন্তান-সহ ৪ শিশু

বিয়ে বাড়ির ভিতরেই ৬ বছরের ভাইঝিকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ তরুণীর বিরুদ্ধে৷ হরিয়ানার (Haryana) পানিপথের ঘটনার তদন্তে নেমে...

বিজয় হাজারের সঙ্গে খেলতে চান মুস্তাক আলিও! রোহিতের লক্ষ্য কি টি২০-তে প্রত্যাবর্তন?

টি২০ আন্তজার্তিক থেকে অবসর নেওয়ার পরও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mushtaq Ali Trophy) খেলতে চলেছেন রোহিত শর্মা(Rohit Sharma)।...

ওয়াকফের নামে গুজব ছড়ানো হচ্ছে, কান দেবেন না: সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

"সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ওয়াকফ নিয়ে আমরা কিছু করিনি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা বিধানসভায়...