Friday, August 22, 2025

School Fees: ফি না দিলেও পড়ুয়াদের লেখাপড়া-পরীক্ষায় বাধা দিতে পারবে না স্কুল: নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

ফি না দিলেও পড়ুয়াদের লেখাপড়া-পরীক্ষায় বাধা দিতে পারবে না বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। পড়ুয়াদের অ্যাডমিট কার্ড আটকে রাখতে পারবে না স্কুল। শুক্রবার, স্কুল ফি (School Fee) মামলায় পুরনো রায় মনে করিয়ে এই নির্দেশ দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় (Indraprasanna Majumder), বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের (Mousumi Bhattacharya) ডিভিশন বেঞ্চ।

অভিভাবকদের পুরো ফি মিটিয়ে দিতে হবে বলে আগে নির্দেশ দিয়েছিল আদালত। একইসঙ্গে বলা হয়েছিল ফি না দিলেও পড়ুয়াদের ক্লাস করতে বাধা দেওয়া যাবে না। কিন্তু তা সত্ত্বেও কয়েকটি বেসরকারি স্কুলের বিরুদ্ধে অভিযোগ ওঠে, বেতন না দেওয়ায় পড়ুয়াদের অনলাইন ক্লাসে অংশ নিতে দেওয়া হচ্ছে না। কোথাও অ্যাডমিট কার্ড না দেওয়ার অভিযোগ ওঠে। ১০০ শতাংশ বেতন মেটানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন কয়েকজন অভিভাবক।

এদিকে, বেতন না মেটানোয় কয়েকজন পড়ুয়াকে অনলাইন ক্লাসে অংশ নিতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন কয়েকজন। শুক্রবার, সেই মামলার শুনানিতে স্কুলের পক্ষের আইনজীবী হাইকোর্টে (High Court) জানান, এই ঘটনায় তাদের বিরুদ্ধে এফআইআর (Fir) দায়ের হয়েছে। পুলিশ অধ্যক্ষকে বার বার ডেকে পাঠিয়ে হেনস্থা করছে বলে অভিযোগ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই বেসরকারি স্কুল (School) নিয়ে কোনও পদক্ষেপ করতে নিষেধ করেছে আদালত। মামলাকারীর তরফের আইনজীবী বলেন, গত অক্টোবরে ১০০ শতাংশ বেতন মেটানোর যে নির্দেশ এই আদালত দিয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। সোমবার সেই মামলার শুনানি। তাই এই মামলার শুনানি স্থগিত রাখা হোক। ১৭ ডিসেম্বর কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি। তবে, বেতন না মেটানোয় কোনও পড়ুয়ার লেখাপড়ায় বাধা দেওয়া যাবে না বলে এ দিন ফের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

 

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...