Ratan Malakar: অভিমান ভুলে মনোনয়ন প্রত্যাহার, তৃণমূল প্রার্থীর প্রচারে রতন মালাকার

আবেগের বশে করে ফেলেছিলাম। তৃণমূলের সঙ্গেই থাকব

অবশেষে সিদ্ধান্ত পরিবর্তন করলেন ৭৩ নম্বর ওয়ার্ডের বিক্ষুব্ধ তৃণমূল (TMC) নেতা তথা প্রাক্তন কাউন্সিলর রতন মালাকার (Ratan Malakar) । আজ, শুক্রবার তিনি নিজের মনোনয়নপত্র (Nomination) প্রত্যাহার করে নিয়েছেন। শুধু তাই নয়, তিনি এদিন ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়ের (Kaharo Banerjee) সমর্থনে প্রচারও শুরু করে দিয়েছেন।

কলকাতা পুরভোটে (KMC) তাঁর নিজের ৭৩ নম্বর ওয়ার্ড থেকে দলের টিকিট না মেলায় বিদ্রোহ দেখিয়ে নির্দল (Independent) হয়ে মনোনয়ন পেশ করেছিলেন ২০ বছর ধরে কাউন্সিলর থাকা রতন মালাকার।

এদিন মনোনয়ন প্রত্যাহার করে রতন মালাকার বলেন, “দলের বিরুদ্ধে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়াটা ভুল হয়েছিল। আবেগের বশে করে ফেলেছিলাম। তৃণমূলের সঙ্গেই থাকব। আমি বহুদিন ধরে তৃণমূল করি। দলেই আছি। দলের প্রতি আনুগত্য ছিল, আছে এবং থাকবে। মানুষ চেয়েছিল আমি লড়াই করি। ওয়ার্ডের মানুষের স্বার্থে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে এখন মনোনয়ন প্রত্যাহার করছি।”

 

Previous articleKMC 101: উন্নয়নের জোয়ারে ভেসে তৃণমূলের বাপ্পাদিত্যের পাশে এখন বামপন্থীরাও
Next articleRahul Gandhi:’কৃষকদের দাবি না মানা পর্যন্ত ক্ষমাপ্রার্থনা অসম্পূর্ণ’, মোদিকে তোপ রাহুলের