Tuesday, May 13, 2025

সোমে সংসদে ব্যাঙ্ক বেসরকারিকরণ বিল, দেশজুড়ে প্রতিবাদের হুঁশিয়ারি রাকেশ টিকায়েতের

Date:

Share post:

ক্ষমা চেয়ে সম্প্রতি কৃষি আইন প্রত্যাহার করে নিয়েছে মোদি সরকার(Narendra Modi)। এবার সংসদে ব্যাঙ্ক আইন সংশোধনী বিল পাশ করতে চলেছে সরকার পক্ষ। তবে এই আইন পাশ হলে একেবারে কৃষক আন্দোলনের ধাঁচে দেশজুড়ে আন্দোলন চালানো হবে বলে হুঁশিয়ারি দিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। এদিন মোদি সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে টিকায়েত(Rakesh Tikait) বলেন, এবার বেসরকারিকরণের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন প্রয়োজন।

রবিবার টুইটবার্তায় কৃষকনেতা রাকেশ টিকায়েত লেখেন, ৬ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সংসদে ব্যাঙ্ক বেসরকারিকরণের লক্ষ্যে বিল পেশ হবে। এই বেসরকারিকরণের বিরুদ্ধেও কৃষি আইনের মত দেশজুড়ে আন্দোলনের প্রয়োজন। উল্লেখ্য এই বিল প্রসঙ্গে বিশেষজ্ঞদের মত, আইনটি পাশ হয়ে গেলেই রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের ক্ষেত্রে সমস্ত বাধা দূর হয়ে যাবে। তা যাতে না হয় তার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার আবেদন জানালেন কৃষকনেতা রাকেশ টিকাইত। যদিও কেন্দ্রের এই বেসরকারি নীতির প্রতিবাদে ইতিমধ্যেই দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে একাধিক কর্মী সংগঠন। এই প্রক্রিয়া বন্ধ না করলে আগামী ১৬ এবং ১৭ ডিসেম্বর একযোগে ধর্মঘট পালন করবে ব্যাংক কর্মীদের ৯টি সর্বভারতীয় সংগঠন। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস নামের এই যৌথ সংগঠন ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। সেই পথে এবার আন্দোলনের হুঁশিয়ারি দিলেন রাকেশ টিকাইত।

আরও পড়ুন:ফের শীর্ষ নেতৃত্বের সমালোচনা, কংগ্রেস ত্যাগের জল্পনা বাড়ালেন গুলাম নবি আজাদ

উল্লেখ্য, ফেব্রুয়ারির শুরুতে সংসদে  পেশ করা সাধারণ বাজেটে দেশের কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বেসরকারিকরণের জন‌্য প্রাথমিকভাবে চারটি মাঝারি মাপের ব্যাংক-কে বেছে নেয় মোদি সরকার। যে চারটি ব্যাংক-কে বেসরকারিকরণের জন‌্য প্রাথমিক তালিকায় রাখা হয়েছিল, সেগুলি হল ব্যাংক অফ মহারাষ্ট্র (Bank of Maharashtra), ব্যাংক অফ ইন্ডিয়া (Bank of India), ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া (Central Bank of India)। সূত্রের খবর এর মধ্যে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার অধিকাংশ শেয়ার বিক্রি করবে সরকার। সোমবার যদি সংসদে বিলটি পাশ হয়ে যায়, তাহলেই এই দুটি ব্যাংকের বেসরকারিকরণের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

spot_img

Related articles

যাত্রী নিরাপত্তায় সতর্ক এয়ার ইন্ডিয়া- ইন্ডিগো, মঙ্গলে সাত বিমানবন্দরে উড়ান বন্ধ

সংঘর্ষ বিরতির (Ceasefire) আবহে বারবার সীমান্তে ড্রোন হামলার চেষ্টা করে চলেছে পাকিস্তান (Pakistan)। তাই আকাশপথে বিমান পরিষেবায় বাড়তি...

স্বাভাবিকের পথে উপত্যকা, তবু কাটছে না আতঙ্ক!

পহেলগাম হামলা থেকে অপারেশন সিন্দুর (Operation Sindoor), কখনও সীমান্তে গোলাগুলি আবার কখনও আকাশপথে ড্রোন কিংবা মিসাইল হামলায় ত্রস্ত...

আজই বর্ষার আগমন! তাপপ্রবাহের মাঝে বড় আপডেট দিল মৌসম ভবন 

গরমে হাঁসফাঁস রাজ্যবাসীকে খানিকটা স্বস্তি দিয়ে দফায় দফায় ঝড় বৃষ্টি হয়েছে গোটা বৈশাখ জুড়ে। বাংলা নববর্ষের প্রথম মাসের...

প্রধানমন্ত্রীর ভাষণের পরেই রাতে জম্মুতে হামলার চেষ্টা পাকিস্তানের! ব্ল্যাকআউট এলাকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কিছু সময় পরই সোমবার রাতে জম্মুর সাম্বা সেক্টরে...