Monday, July 7, 2025

Jagdeep Dhankhar:পুরভোটের প্রস্তুতি নিয়ে ফের রাজ্য নির্বাচন কমিশনারকে তলব ধনকড়ের

Date:

Share post:

এবার পুরভোট নিয়ে রাজ্য-রাজ্যপাল সঙ্ঘাত। পুরভোটের প্রস্তুতি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে ফের  তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankhar)।মঙ্গলবার সৌরভ দাসকে (Sourav Das)রাজভবন (Raj Bhavan) চূড়ান্ত রিপোর্ট পেশ করতে বলেছেন রাজ্যপাল৷ কলকাতা পুর নির্বাচনের প্রস্তুতি (KMC Election 2021) এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত বিষয়ে সৌরভ দাসের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন জগদীপ ধনকড়৷ সোমবার সকালে টুইট করে একথা জানিয়েছেন রাজ্যপাল ৷

আরও পড়ুন:Nagaland: গুলিকাণ্ডে কেন্দ্র-রাজ্য সংঘাত, আধাসেনার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত FIR দায়ের নাগাল্যান্ড পুলিশের

টুইটে রাজ্যপাল লেখেন, ৭ ডিসেম্বর কলকাতা পুরভোটের প্রস্তুতি ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস রাজভবনে এসে রাজ্যপালের কাছে পেশ করবেন। রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে রাজ্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

প্রসঙ্গত, এর আগে কলকাতা পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার পর, রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে ডেকে পাঠান রাজ্যপাল। এরপর ৪ ডিসেম্বর, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী নিয়োগ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের পদক্ষেপ জানতে চেয়ে রিপোর্ট-সমেত ফের রাজ্যপালের সঙ্গে দেখা করতে বলা হয়। আগামী ১৯ ডিসেম্বর কলকাতার পুরভোট৷ রাজ্য নির্বাচন কমিশন কেমন ব্যবস্থা নিয়েছে তা জানতে বারবার কমিশনারকে তলব করছেন রাজ্যপাল৷ এরই মধ্যে নবান্ন জানিয়ে দিয়েছে, রাজ্য পুলিশই কলকাতা পুরভোটে নিরাপত্তার দায়িত্ব পালন করবে৷ যদিও এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। তবে তার আগে একবার ফের রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।



spot_img

Related articles

একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিতি নিয়ে “জল-পোনা” বাড়ালেন দিলীপ!

বিজেপিতে (BJP) কোণঠাসা বর্ণময় রাজনৈতিক নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) কি এবার একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকবেন? এবার...

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ, সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি

বর্ষার সঙ্গী নিম্নচাপ, উত্তর থেকে দক্ষিণ আজ বঙ্গ জুড়ে সারাদিন নিম্নচাপের বৃষ্টিতে (Rain)কিছুটা নাকাল হতে হবে সাধারণ মানুষকে।...

ধর্ষণ কাণ্ডের ১২ দিন পর আজ খুলে গেল কসবা ল’কলেজ, শুরু ফর্ম ফিলআপ

দক্ষিণ কলকাতার আইন কলেজের (South Calcutta Law College) ক্যাম্পাসে ধর্ষণের ঘটনার পর কেটে গেছে দশ দিন। নিরাপত্তার কথা...

হিমাচলে হড়পা বানের দুর্যোগে জোরকদমে চলছে উদ্ধারকাজ, ধ্বংসস্তূপে আটকে অন্তত ৩০

হিমাচলের (Himachal Pradesh) প্রাকৃতিক দুর্যোগের জেরে বিধ্বস্ত জনজীবন। ফের বৃষ্টি বাড়ার পূর্বাভাস মৌসম ভবনের। হড়পা বানের (Flash Flood)...