Sunday, May 11, 2025

Chief Minister: চিপ কথা বলবেন না: প্রশাসনিক বৈঠক থেকে বিধায়ককে কড়া ধমক মুখ্যমন্ত্রীর

Date:

প্রশাসনিক সভায় বেফাঁস কথা বলে মুখ্যমন্ত্রীর কড়া ধমক খেলেন বিধায়ক আবদুল করিম চৌধুরী (MLA Abdul Karim Chowdhury)। মঙ্গলবার, কর্ণজোড়ায় দুই দিনাজপুরকে নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সেখানে উত্তর দিনাজপুর (North Dinajpur) থেকে ইসলামপুরকে পৃথক করার দাবি জানান আবদুল করিম চৌধুরী। এমন প্রস্তাব শুনেই উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কড়া ধমক দেন বিধায়ককে। বলেন, “এরকম চিপ কথা বলবেন না। তাহলে আর কোনও বিধায়ককে বলতে দেব না।”

মমতা বলেন, “এরকম দাবি মিটিংয়ে (Meeting) করা উচিত নয়। এরকম হয় না। এসব চিপ কথাবার্তা বলবেন না।” এরপর তিনি বিষয়টি বুঝিয়ে দেন। বলেন, উত্তর দিনাজপুর একটা ছোট জেলা। তাতে আবার দুটো মহকুমা আছে। ইসলামপুর একটি মহকুমা। পুলিশ জেলা আছে ইসলামপুরে। এরপরই মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “পৃথক জেলা হলে অফিসার কোথা থেকে পাবেন? অফিসার পেলে তবে তো হবে।”

মুখ্যমন্ত্রী জানান, একটা জেলা করতে অনেক পরিকাঠামোর পরিবর্তন প্রয়োজন। তাছাড়া রায়গঞ্জ থেকে ইসলামপুরের দূরত্ব খুব বেশি নয়। সুন্দরবনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “দেখেছেন, সুন্দরবন আর মুর্শিদাবাদ কত বড় জেলা? ভোটে জিতে গিয়েছেন। এখন ভাল করে মানুষের জন্য কাজ করুন। ওসব এখন হবে না।”

এরপর, বিধায়কদের উদ্দেশ্যে কড়া সুরেই মুখ্যমন্ত্রী বলেন, “যদি মনে করেন, নিজেদের মতো চিপ কথা বলবেন, তাহলে বিধায়কদের আমি কথা বলার অনুমতি দেব না। ওইটুকু জেলা। এবার বলবে আমার ঘরের মধ্যে জেলা করে দিন।” আবদুল করিম চৌধুরীর এই ধরনের আবদারে মুখ্যমন্ত্রী যথেষ্ট ক্ষুব্ধ তা স্পষ্ট বিধায়ককে বুঝিয়ে দেন তিনি।

আরও পড়ুন- Administrative Meeting: লক্ষ্য শিল্পস্থাপন: উত্তর দিনাজপুরে টেক্সটাইল পার্ক, জেলা প্রশাসনের তৎপরতা বৃদ্ধির বার্তা মুখ্যমন্ত্রীর

Related articles

মাতৃদিবসে গান লিখলেন মমতা, এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা-শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর

মাতৃদিবসে (Mother's Day) সব মা'কে শুভেচ্ছা জানিয়ে গান লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথা ও...

অবিলম্বে পাক মুলুকে বন্দি বাংলার জওয়ানকে ফেরানোর দাবি, কেন্দ্রকে ‘চাপ’ কল্যাণের

ভারত- পাকিস্তান সংঘর্ষ বিরতির (Ceasefire between India and Pakistan) মাঝে পাকিস্তান সেনার হাতে আটক বাংলার জওয়ান পূর্ণম কুমার...

‘বৈভবের ক্রিকেট’, উৎপল সিনহার কলম 

ছাড়ার বল ছাড়োমারার বল মারোএটাই ভদ্রলোকের খেলা ক্রিকেটের আদি আপ্তবাক্য ।এর মানে , ভালো বলকে সম্মান দাও এবং...

সংঘর্ষ বিরতির পর থমথমে জম্মু- কাশ্মীর, সীমান্তবর্তী সব রাজ্যে সতর্কতা

ভারত- পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি (Ceasefire between India Pakistan) আবহে রবিবাসরীয় সকালে থমথমে ভূস্বর্গ। শনিবার রাতে সীমান্তের ওপার...
Exit mobile version