Friday, December 5, 2025

“রণক্লান্ত কংগ্রেস”, দলীয় মুখপত্রে ফের হাত শিবিরকে তোপ তৃণমূলের

Date:

Share post:

“বিজেপিকে(BJP) প্রতিরোধ করার কথা ছিল কংগ্রেসের(Congress)। তারাই ছিল কেন্দ্রের বিরোধী দল। কিন্তু কংগ্রেস উদাসীন, রণক্লান্ত, ভারাক্রান্ত, অন্তর্দ্বন্দ আর দলীয় জটিলতায় বিদীর্ণ। যেন ব্যাটন বইতে অপারগ। কিন্তু সময় পড়ে থাকে না, কাউকে এগিয়ে আসতেই হয়। তৃণমূল কংগ্রেস(TMC) সেই দায়িত্ব পালন করবে। তারাই আসল কংগ্রেস। মানুষকে বোঝাবে।” ঠিক এই ভাষাতেই জাগো বাংলার সম্পাদকীয়তে ফের একবার তোপ দাগা হল কংগ্রেসকে। একইসঙ্গে এটাও জানানো হয়েছে, “সকলকে সঙ্গে নিয়েই চলতে চান অভিষেকরা।”

জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে লড়তে কংগ্রেসের নীতি মানসিকতা ও কর্মসূচি নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছে জাগো বাংলায়। গত শুক্রবার সম্পাদকীয়তে এটাও বলা হয়েছিল ডিপফ্রিজে চলে গিয়েছে কংগ্রেস। কলকাতার পুরভোটকে মাথায় রেখে সিপিএমকেও তোপ দাগতে ছাড়েনি ঘাসফুল শিবির। আক্রমণের ঝাঁঝ অব্যাহত রেখে ফের একবার কংগ্রেসকে নিশানা করল তৃণমূল।

আরও পড়ুন:বেনজির, এসএসসি-র আইনজীবীকে এজলাস ছাড়ার নির্দেশ বিচারপতির

এর পাশাপাশি গতকাল দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংসদীয় কমিটির বৈঠকের প্রসঙ্গ তুলে জাগো বাংলায় লেখা হয়েছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, “তৃণমূল নিজেদের শক্তি বাড়াবে। দল মনে করে দেশের প্রথম শত্রু ভারতীয় জনতা পার্টি। ২০২৪ এর নির্বাচনে এদেরকে সরিয়ে দিতে হবে না হলে গণতন্ত্রের সমূহ বিপদ। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিপদ। বিপদ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির। পাশাপাশি এটাও বলা হয়েছে বাংলায় বিজেপির বিরুদ্ধে তৃণমূল জিতেছে। কিন্তু বিজেপির সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেওয়া হচ্ছে রাজ্যে রাজ্যে। তাদের সমূলে উৎপাটিত করতে হবে এই লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে রাজ্যে সংগঠন বাড়াচ্ছে তৃণমূল।

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...