অবশেষে মালবাজারে (Malbazar) ধরা পড়ল সেই ভালুক। বৃহস্পতিবার, মালবাজারের বাটাইগোল বাজারের একটি বেসরকারি ম্যারেজ হলে তার দেখা মেলে। পরে ভালুকটিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে উদ্ধার করেন বনকর্মীরা। তবে, পূর্ণবয়স্ক নয়, সেটি শিশু। তার মা আশপাশে থাকতে পারে বলে অনুমান। ভালুকটির সঙ্গে সঙ্গীরাও আছে বলে অনুমান পরিবেশবিদদের।

আরও পড়ুন- দাবি মানলো সরকার, এক বছরের আন্দোলন থামিয়ে শনিবার ঘরে ফিরবেন কৃষকরা
ঘুমপাড়ানি গুলি ছুড়ে ভালুক (Bear) বাচ্চাটিকে কাবু করা হয়। খাঁচাবন্দি করে তাকে নিয়ে যাওয়া হয় নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে জঙ্গলে ছাড়া হবে বলে বনদফতর সূত্রে খবর। ভালুক উদ্ধারে কিছুটা স্বস্তিতে স্থানীয়রা। তবে এলাকার আরও ভালুক আছে বলে আশঙ্কা অনেকের।