Thursday, December 4, 2025

নজরে ভোট: সাফাইকর্মীদের উপর পুষ্পবৃষ্টি মোদির, কাশী বিশ্বনাথের নয়া করিডর উদ্বোধন

Date:

Share post:

আগামী বছর নির্বাচন উত্তরপ্রদেশে(Uttar Pradesh)। আর এই নির্বাচনকে পাখির চোখ করে উত্তরপ্রদেশ সফর বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। চলছে একের পর এক প্রকল্প উদ্বোধন। সেইমতো সোমবার দুদিনের বারাণসী(Varanasi) সফরে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে কালভৈরবী, কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি সেখানকার সাফাই কর্মীদের ওপর পুষ্পবৃষ্টি করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। পাশাপাশি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে উদ্বোধন করা হলো গঙ্গা থেকে কাশী বিশ্বনাথ মন্দির(Kashi Vishwanath temple) পর্যন্ত নয়া করিডোরের।

সোমবার দেশের প্রধানমন্ত্রী তথা বারাণসীর সাংসদ নরেন্দ্র মোদি কাশীতে পা রেখেই কালভৈরবের মন্দিরে পুজো দেন। তারপর সেখান থেকে ক্রুজে চড়ে ললিতাঘাটে পৌঁছান তিনি। এরপর সেখান থেকে জল নিয়ে পায়ে হেঁটে সরাসরি তিনি পৌঁছন কাশী বিশ্বনাথ মন্দিরে। এভাবেই নতুন এই করিডোরের উদ্বোধন করেন তিনি। গঙ্গার ধার দিয়ে তৈরি এই করিডোরের দৈর্ঘ্য প্রায় ৩৫০ মিটার। গঙ্গা থেকে জল নিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছে পুজো সারেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে উপস্থিত সাফাই কর্মীদের উদ্দেশ্যে পুষ্পবৃষ্টি করতে দেখা যায় তাঁকে। সাফাই কর্মীদের সঙ্গে নিয়ে ছবিও তোলেন প্রধানমন্ত্রী। এই পুরো কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি কাশী বিশ্বনাথ মন্দিরে প্রধানমন্ত্রী, যোগী আদিত্যনাথের পাশাপাশি দেখা যায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ উত্তরপ্রদেশের অন্যান্য বিজেপি নেতৃত্বদের।

আরও পড়ুন:গো-মাতাকে বাঁচাতে হাতে তলোয়ার রাখুন, বিতর্ক বাড়িয়ে হিন্দুদের পরামর্শ VHP নেত্রী সাধ্বীর

উল্লেখ্য, এর আগে গঙ্গা থেকে কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছনোর সরাসরি কোনও রাস্তা ছিল না। অনেক গলিপথ পেরিয়ে যেতে হত ভক্তদের। আজ থেকে সেই সমস্যার অবসান হল প্রধানমন্ত্রীর নয়া করিডোর উদ্বোধনের মাধ্যমে।

 

spot_img

Related articles

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...

অ্যাপ দিয়ে ফোনে আড়ি পাতা! চাপের মুখে ‘সঞ্চার সাথি’ নিয়ে পিছু হঠল কেন্দ্র

পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত...