Friday, May 9, 2025

লখিমপুর মামলায় সংসদে মুলতবি প্রস্তাব রাহুলের, মন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্তের দাবি সুস্মিতার

Date:

Share post:

লখিমপুর মামলায়(Lakhimpur case) অস্বস্তি ক্রমাগত বেড়ে চলেছে বিজেপি সরকারের। গাড়িচাপা দিয়ে কৃষক হত্যার ঘটনায় সম্প্রতি সিটের(SIT) যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তারপর একযোগে সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল(TMC), কংগ্রেস, সপা সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। এরই মাঝে বুধবার সকালে লখিমপুর হিংসায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্তের দাবিতে সংসদের মুলতবি প্রস্তাব পেশ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পাশাপাশি এই ইস্যুতে আলোচনা ও কেন্দ্রীয় মন্ত্রীকে বরখাস্তের দাবিতে রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি লেখেন তৃণমূল সংসদ সুস্মিতা দেব(Sushmita Dev)।

এ প্রসঙ্গে মঙ্গলবার রাহুল গান্ধী বলেছিলেন, “আমরা লখিমপুর ইস্যুতে সংসদে আলোচনার দাবি জানিয়েছি। কিন্তু এ বিষয়ে সরকারপক্ষ কোনরকম আলোচনা করতে চাইছে না।” পাশাপাশি কংগ্রেসের তরফে সংসদে মুলতবি প্রস্তাব পেশ করার পর সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, “আমরা চাই কেন্দ্রীয় সরকার অজয় মিশ্রকে বরখাস্ত করুক। রাহুল গান্ধী আজ সংসদে এই বিষয়ে কথা বলার চেষ্টা করবেন। ইতিমধ্যেই এই ইস্যুতে সংসদে মুলতবি প্রস্তাব পেশ করেছেন রাহুল।”

 

অন্যদিকে, লখিমপুর ইস্যুতে বুধবার অজয় মিশ্রকে বরখাস্তের দাবি জানিয়ে রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি লিখেছেন তৃণমূল সংসদ সুস্মিতা দেব। চিঠিতে গোটা ঘটনার বিস্তারিত তুলে ধরে তাঁর দাবি নিরপেক্ষ তদন্তের স্বার্থে মূল অভিযুক্ত আশিস মিশ্রর বাবা কেন্দ্রীয় মন্ত্রী অজয়কে বরখাস্ত করা হোক। এবং সংসদের এই ইস্যুতে আলোচনার অনুমতি দেওয়া হোক।

আরও পড়ুন:High Court: বিজেপির আবেদন খারিজ, কলকাতা পুরভোটে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

উল্লেখ্য, ৩ অক্টোবর লখিমপুর খেরিতে মন্ত্রী-পুত্র আশিসের গাড়ি পিষে দেয় বিক্ষোভরত চার কৃষকে। আহত হন অনেকে। যদিও অজয়ের দাবি, ঘটনার সময় আশিস গাড়িতে ছিলেন না। পিষে খুন করার পাশাপাশি গুলি চালানোরও অভিযোগ ওঠে। আদালতের চাপের মুখে পড়ে এরপর ৯ অক্টোবর আশিসকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। উদ্ধার হয় তাঁর বন্দুক। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে সবার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনছে সিট। সবমিলিয়ে উত্তরপ্রদেশ নির্বাচনের আগে এই ঘটনায় রীতিমতো চাপে গেরুয়া শিবির।

spot_img

Related articles

সেনার প্রত্যাঘাতে সিপিএমের উপহাস! সবক শেখাল তৃণমূল

পহেলগাঁওয়ের বদলায় পাকিস্তানের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে প্রত্যাঘাত করেছিল ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর সেই সাফল্য নিয়ে উপহাস করে সিপিএম। তারই পাল্টা...

রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি! এসটিএফ-এর জালে ২ যুবক

পেহেলগাম জঙ্গি হামলার জেরে গোটা দেশে ব্যাপক সতর্কতা জারি। রাজ্যেরও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী...

অপারেশন ‘সিন্দুর’- এর সেনাদের সম্মান জানাতে কর্ণাটকে মসজিদ-মন্দিরে একযোগে প্রার্থনা

পেহেলগাম হামলার পাল্টা জবাবে ভারতের চালানো 'অপারেশন সিন্দুর' সারা দেশ জুড়ে ব্যাপক সমর্থন পেয়েছে। ভারতীয় সেনাদের সাহসিকতায় দেশবাসীর...

মার্কিন সাংবাদিক ড্যানিয়েল হত্যার প্রতিশোধ ভারতই নিয়েছে: ব্যাখ্যা বিক্রমের

পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের (JeM) হাতে নৃশংসভাবে খুন হন মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্ল। ২০০২ সালের সেই ঘটনায়...