Ifa Shield: আইএফএ শিল্ড চ‍্যাম্পিয়ন রিয়েল কাশ্মীর

পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিল উত্তর ভারতের দল। কাশ্মীরের হয়ে গোল গুলি করেন ফ্রান গঞ্জালেস এবং মাসন রর্বাটসন।

আইএফএ শিল্ড ( IFA Shield) চ‍্যাম্পিয়ন হল রিয়েল কাশ্মীর( Real Kashmir)। বুধবার তারা ২-১ গোলে হারাল শ্রীনিদি এফসিকে( Sreenidi Fc)। ইস্টবেঙ্গল মাঠে  এদিন পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিল উত্তর ভারতের দল।

ম‍্যাচের এদিন শুরু থেকেই চলে হাড্ডাহাড্ডি লড়াই। যার ফলে ম‍্যাচের ২৯ মিনিটে গোল করে এগিয়ে যায় শ্রীনিদি এফসি। শ্রীনিদি এফসির হয়ে গোলটি করেন ডেভিদ সি মনোজ। এরপর ম‍্যাচের ৯০ মিনিট পর্যন্ত আক্রমণ চালায় ফ্রান গঞ্জালেসরা। যার ফলে ম‍্যাচের ইনজুরি টাইমে গোল করে কাশ্মীরের হয়ে সমতা ফেরান ফ্রান গঞ্জালেস। এরপর ম‍্যাচ গড়ায় অতিরিক্ত সময় পযর্ন্ত। এরপর অতিরিক্ত সময়ের গোল করে কাশ্মীরকে জয় এনে দেন মাসন রর্বাটসন।

আরও পড়ুন:Atk Mohunbagan: বিএফসিকে সমীহ বাগান কোচ হাবাসের

 

Previous articleAtk Mohunbagan: বিএফসিকে সমীহ বাগান কোচ হাবাসের
Next articleদেশের বিজ্ঞানীদের গবেষণার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রতিমার প্রশ্নে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী