দূষিত হয়ে গিয়েছে দেশের রাজনীতি। এবার জাতীয় রাজনীতিতে পরিবর্তন দরকার। এমনটাই দাবি করে পাঞ্জাব নির্বাচনের প্রাক্কালে নতুন দল গড়লেন পাঞ্জাবের কৃষক নেতা গুরনাম সিং চারুনি(Gurnam Singh Charuni)। শনিবার নিজের নতুন দলের নাম ঘোষণা করেন ওই কৃষক নেতা। পাঞ্জাবের(Punjab) এই নয়া দলের নাম হল সংযুক্ত সংঘর্ষ পার্টি(Sanyukt Sangharsh Party)।

শনিবার সাংবাদিক বৈঠক করে পাঞ্জাবের কৃষক নেতা গুরনাম সিং চারুনি বলেন, “দেশের রাজনীতি দূষিত হয়ে গিয়েছে এখন দরকার পরিবর্তনের।” পাশাপাশি জানা গিয়েছে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের ১১৭ টি আসনে লড়াই করবে তাঁর দল। তবে তিনি নিজে নির্বাচনে দাঁড়াবেন না বলে জানিয়ে দিয়েছেন। ৩ কৃষি আইনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে সাফল্যের পর এবার কৃষকদের সংসদীয় রাজনীতিতে প্রবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Politics has become polluted. There's a need to change it. Policymakers promoting capitalism, policies are being framed to favour capitalists. Nothing is done for common man, the poor. So, we're launching our new party, Sanyukt Sangharsh Party: Farmer leader Gurnam Singh Charuni pic.twitter.com/UfrESwibzx
— ANI (@ANI) December 18, 2021
আরও পড়ুন:ভোটমুখী উত্তরপ্রদেশে কল্পতরু মোদি, শিলান্যাস গঙ্গা এক্সপ্রেসওয়ের

উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় ধরে দিল্লি সীমান্তে চলতে থাকা কৃষক আন্দোলনে বড় ভূমিকা পালন করেছিলেন চারুনি। তার ডাকে হরিয়ানা পাঞ্জাব থেকে বহু কৃষক দিল্লিতে এসে জড়ো হয়েছিলেন। পাঞ্জাবের পাশাপাশি প্রতিবেশী রাজ্য হরিয়ানাতে ও এই কৃষক নেতার প্রভাব প্রবল। এহেন চারুনির রাজনীতিতে প্রবেশ পাঞ্জাব রাজনীতিক অংক বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, কংগ্রেস ত্যাগের পর পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং নতুন দল গড়ে বিজেপির সঙ্গে জোট করেছেন। এদিকে কৃষকদের এই রাজনৈতিক দল পুরোপুরি বিজেপি বিরোধী বলে অনুমান করা হচ্ছে। এহেন অবস্থায় বিজেপি বিরোধী ভোট ভাগ হওয়ার সম্ভাবনাই বেশি। ফলস্বরূপ পাঞ্জাব রাজনীতিতে নতুন এই দলের প্রবেশ কংগ্রেসের মাথাব্যথার কারণ হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
