Sunday, November 9, 2025

রাজনীতি দূষিত হয়েছে প্রয়োজন পরিবর্তনের: পাঞ্জাবে নতুন দল খুললেন কৃষক নেতা

Date:

Share post:

দূষিত হয়ে গিয়েছে দেশের রাজনীতি। এবার জাতীয় রাজনীতিতে পরিবর্তন দরকার। এমনটাই দাবি করে পাঞ্জাব নির্বাচনের প্রাক্কালে নতুন দল গড়লেন পাঞ্জাবের কৃষক নেতা গুরনাম সিং চারুনি(Gurnam Singh Charuni)। শনিবার নিজের নতুন দলের নাম ঘোষণা করেন ওই কৃষক নেতা। পাঞ্জাবের(Punjab) এই নয়া দলের নাম হল সংযুক্ত সংঘর্ষ পার্টি(Sanyukt Sangharsh Party)।

শনিবার সাংবাদিক বৈঠক করে পাঞ্জাবের কৃষক নেতা গুরনাম সিং চারুনি বলেন, “দেশের রাজনীতি দূষিত হয়ে গিয়েছে এখন দরকার পরিবর্তনের।” পাশাপাশি জানা গিয়েছে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের ১১৭ টি আসনে লড়াই করবে তাঁর দল। তবে তিনি নিজে নির্বাচনে দাঁড়াবেন না বলে জানিয়ে দিয়েছেন। ৩ কৃষি আইনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে সাফল্যের পর এবার কৃষকদের সংসদীয় রাজনীতিতে প্রবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন:ভোটমুখী উত্তরপ্রদেশে কল্পতরু মোদি, শিলান্যাস গঙ্গা এক্সপ্রেসওয়ের

উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় ধরে দিল্লি সীমান্তে চলতে থাকা কৃষক আন্দোলনে বড় ভূমিকা পালন করেছিলেন চারুনি। তার ডাকে হরিয়ানা পাঞ্জাব থেকে বহু কৃষক দিল্লিতে এসে জড়ো হয়েছিলেন। পাঞ্জাবের পাশাপাশি প্রতিবেশী রাজ্য হরিয়ানাতে ও এই কৃষক নেতার প্রভাব প্রবল। এহেন চারুনির রাজনীতিতে প্রবেশ পাঞ্জাব রাজনীতিক অংক বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, কংগ্রেস ত্যাগের পর পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং নতুন দল গড়ে বিজেপির সঙ্গে জোট করেছেন। এদিকে কৃষকদের এই রাজনৈতিক দল পুরোপুরি বিজেপি বিরোধী বলে অনুমান করা হচ্ছে। এহেন অবস্থায় বিজেপি বিরোধী ভোট ভাগ হওয়ার সম্ভাবনাই বেশি। ফলস্বরূপ পাঞ্জাব রাজনীতিতে নতুন এই দলের প্রবেশ কংগ্রেসের মাথাব্যথার কারণ হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...