ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল করাচি(Karachi blast)। শনিবার দুপুরে বিস্ফোরণের জেরে মৃত্যু হয় কমপক্ষে ১০ জনের। আহত অন্তত ১৩। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে রয়েছে বলে খবর।নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন:অরুণাচলে খোঁজ মিললো লুপ্তপ্রায় তাকিনের, কাজিরাঙায় ক্যামেরাবন্দি শ্বেত হরিণ
জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই এদিনও ব্যস্ত ছিল করাচির শেরশাহ পর্চা চক এলাকা।হঠাৎই বিকট বিস্ফোরণের (Blast) শব্দে কেঁপে উঠে এলাকা। সেখানকার একটি বহুতলের নীচে নালায় বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।বিষাক্ত ধোঁয়ায় ভরে যায় এলাকা।ছিন্নভিন্ন হয়ে যায় অন্তত ১০ জনের দেহ। ১৩ জনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ওই বহুতলে একটি ব্যাঙ্কের দফতর রয়েছে।পুলিশের অনুমান, নালায় বিভিন্ন গ্যাস জমে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। নালায় জমা গ্যাস থেকেই এই বিস্ফোরণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহুতল বিল্ডিং-টি ভেঙে পড়ে। পাশাপাশি পাশের কয়েকটি বাড়িও ভেঙে পড়েছে।বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছয় পুলিশ। স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধ্বংসস্তূপ সরাতে দু’টি বিরাট আকারের মেশিন আনা হয়েছে।
