Friday, January 9, 2026

Roopa Ganguly: আমি রাজ্য বিজেপির কেউ নই: পুরভোটের দিনে বিস্ফোরক রূপা

Date:

Share post:

দলীয় বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়ার পরে পুরভোটের দিনও দলের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি (Bjp) রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। স্পষ্ট জানালেন, “আমি রাজ্য বিজেপির কেউ নই। রাজ্য বিজেপির বেকার কমিটির মেম্বার হওয়ার কোনও আগ্রহ আমার নেই”।

রাজ্য বিজেপির অন্দরে দলীয় টানাপোড়েন বহুদিনের। তা আরও প্রকাশ্যে আসে ৮৬ নম্বরে ওয়ার্ডে বিজেপির প্রার্থী বাছাইয়ের সময়। রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly) চেয়েছিলেন প্রয়াত কাউন্সিলর তিস্তা বিশ্বাসের স্বামী গৌরবকে প্রার্থী করার জন্য। কিন্তু তার বদলে অন্য প্রার্থী নির্বাচন করে বিজেপি। আর এতেই তুমুল ক্ষেপে যান রূপা। সরাসরি সমর্থন করেন বিক্ষুব্ধ নির্দল প্রার্থী গৌরব বিশ্বাসকে (Gourav Biswas)। তাঁর পাশে দাঁড়ানোর বার্তা দেন। রবিবার বুথের সামনে দাঁড়িয়েও সেই সমর্থনের বার্তা দিলেন রূপা। সংবাদমাধ্যমকে জানান, যে শাড়িটি পরে তিনি এসেছেন, সেটি তিস্তা বিশ্বাসেরই দেওয়া। রাজনীতি করলে মানুষের হয়ে কথা বলতে হয়। মনুষ্যত্ব বাদ দিয়ে দেওয়া যায় না।

আরও পড়ুন-তৃণমূলের ক্যাম্পে ব্যানার-ফেস্টুন ছেঁড়া, শাসকদলকে বদনামের চেষ্টার অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে

এরপরই রাজ্য বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। রাজ্য বিজেপি লবিবাজি রয়েছে- এই অভিযোগ করে রূপা বলেন, দিলীপ ঘোষকে (Dilip Ghosh) সরিয়ে সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder) রাজ্য সভাপতি করা হয়েছে ঠিকই কিন্তু এখনও তিনি সংগঠনকে ভালো ভাবে জানেন না। আর এদিকে দিলীপ ঘোষের লবির লোকেরা এখনও রয়ে গিয়েছেন। এই গোষ্ঠীদ্বন্দ্ব থাকলে কখনওই বিজেপি সংগঠিত হতে পারবে না বলে মত রূপার। কিন্তু দলে থেকে দলের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ কী করে করছেন বিজেপি নেত্রী? এর উত্তরে সরাসরি রূপা জানান, তিনি রাজ্য বিজেপির কেউ নন। যে কমিটিতে তিনি আছেন, সে রকম ‘বেকার’ কমিটিতে থাকার কোনও আগ্রহই নেই তাঁর। গৌরবকে সমর্থন করে একেই দলের সঙ্গে দূরত্ব বেড়েছে রূপার। এই মন্তব্যের পরে সে ফাটল আরও বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...