Friday, January 30, 2026

Roopa Ganguly: আমি রাজ্য বিজেপির কেউ নই: পুরভোটের দিনে বিস্ফোরক রূপা

Date:

Share post:

দলীয় বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়ার পরে পুরভোটের দিনও দলের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি (Bjp) রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। স্পষ্ট জানালেন, “আমি রাজ্য বিজেপির কেউ নই। রাজ্য বিজেপির বেকার কমিটির মেম্বার হওয়ার কোনও আগ্রহ আমার নেই”।

রাজ্য বিজেপির অন্দরে দলীয় টানাপোড়েন বহুদিনের। তা আরও প্রকাশ্যে আসে ৮৬ নম্বরে ওয়ার্ডে বিজেপির প্রার্থী বাছাইয়ের সময়। রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly) চেয়েছিলেন প্রয়াত কাউন্সিলর তিস্তা বিশ্বাসের স্বামী গৌরবকে প্রার্থী করার জন্য। কিন্তু তার বদলে অন্য প্রার্থী নির্বাচন করে বিজেপি। আর এতেই তুমুল ক্ষেপে যান রূপা। সরাসরি সমর্থন করেন বিক্ষুব্ধ নির্দল প্রার্থী গৌরব বিশ্বাসকে (Gourav Biswas)। তাঁর পাশে দাঁড়ানোর বার্তা দেন। রবিবার বুথের সামনে দাঁড়িয়েও সেই সমর্থনের বার্তা দিলেন রূপা। সংবাদমাধ্যমকে জানান, যে শাড়িটি পরে তিনি এসেছেন, সেটি তিস্তা বিশ্বাসেরই দেওয়া। রাজনীতি করলে মানুষের হয়ে কথা বলতে হয়। মনুষ্যত্ব বাদ দিয়ে দেওয়া যায় না।

আরও পড়ুন-তৃণমূলের ক্যাম্পে ব্যানার-ফেস্টুন ছেঁড়া, শাসকদলকে বদনামের চেষ্টার অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে

এরপরই রাজ্য বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। রাজ্য বিজেপি লবিবাজি রয়েছে- এই অভিযোগ করে রূপা বলেন, দিলীপ ঘোষকে (Dilip Ghosh) সরিয়ে সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder) রাজ্য সভাপতি করা হয়েছে ঠিকই কিন্তু এখনও তিনি সংগঠনকে ভালো ভাবে জানেন না। আর এদিকে দিলীপ ঘোষের লবির লোকেরা এখনও রয়ে গিয়েছেন। এই গোষ্ঠীদ্বন্দ্ব থাকলে কখনওই বিজেপি সংগঠিত হতে পারবে না বলে মত রূপার। কিন্তু দলে থেকে দলের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ কী করে করছেন বিজেপি নেত্রী? এর উত্তরে সরাসরি রূপা জানান, তিনি রাজ্য বিজেপির কেউ নন। যে কমিটিতে তিনি আছেন, সে রকম ‘বেকার’ কমিটিতে থাকার কোনও আগ্রহই নেই তাঁর। গৌরবকে সমর্থন করে একেই দলের সঙ্গে দূরত্ব বেড়েছে রূপার। এই মন্তব্যের পরে সে ফাটল আরও বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

অঙ্কের ভয় কাটাতে নয়া উদ্যোগ, বসিরহাটে সীমান্তবর্তী স্কুলে চালু ‘ম্যাথমেটিক্স ল্যাবরেটরি’

অঙ্কের প্রতি ভয়কে দূর করতে নয়া পদক্ষেপ নিল বসিরহাটের সীমান্তবর্তী কাটিয়াহাট বিকেএপি ইনস্টিটিউশন। বসিরহাট মহকুমায় এই প্রথম কোনও...

ছুটির খাতায় নতুন কলাম: সরকারি দফতরেও ‘মেন্সট্রুয়েশন লিভ’ স্বীকৃত

অফিসের হাজিরা খাতায় এখন আর শুধু ক্যাজুয়াল বা সিক লিভ নয়, সসম্মানে জায়গা করে নিয়েছে 'মেন্সট্রুয়েশন লিভ' (Menstruation...

DGP নিয়োগ নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার IPS রাজেশ কুমারের

পশ্চিমবঙ্গে DGP নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার করলেন IPS রাজেশ কুমার। রাজ্য পুলিশের DG নিয়ে CAT-এর সমস্ত...

শেষ ম্যাচেও পুরো পয়েন্ট অধরা, গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টারে বাংলা

সন্তোষ ট্রফিতে(Santosh Trophy )অসমের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করল বাংলা(Bengal)। প্রথমার্ধে আকাশ হেমরমের...