শনিবারই এটিকে মোহনবাগানের ( Atk Mohunbagan) কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন আন্তোনিও লোপেজ হাবাস( Antonio Lopez Habas)। আর তারপরই বাগানের আপৎকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হাবাসের সহকারী ম্যানুয়েল ক্যাসালেনাকে। এরপরই একটা প্রশ্ন ঘোরাফেরা করে বাগানের পরবর্তী কোচ কে হচ্ছে? শোনা যাচ্ছে, চারজন নামি কোচকে নির্বাচিত করেছে এটিকে মোহনবাগান। ইতিমধ্যে এই কোচেদের সঙ্গে কথা বলেছে সবুজ-মেরুণ ম্যানেজমেন্ট।

আর এই চারজন কোচের মধ্যে এগিয়ে আছেন এফসি গোয়ার বর্তমান হেড কোচ জুয়ান ফেরান্ডো। সূত্রের খবর, ফেরান্ডোকে আনতে মুখিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। ফেরান্ডো ছাড়াও বাগানের নজরে রয়েছেন হায়দরাবাদ এফসি ও বেঙ্গালুরু এফসির প্রাক্তন কোচ আলবার্তো রোকার দিকেও। আপাতত এই দুই কোচের দিকে নজর এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের। সূত্রের খবর, ফেরান্ডো বা রোকার মধ্যে যে একজনকে নির্বাচিত করতে পারে বাগান টিম ম্যানেজমেন্ট।

