গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়ে বিশেষ সম্বর্ধনা ও সচেতনতা অনুষ্ঠান

গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত হলো ‘স্যাক্ট’ (SACT) শিক্ষকদের আয়োজনে বিশিষ্ট মানুষদের সম্বর্ধনা অনুষ্ঠান। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক চেষ্টায় সমস্ত গেস্ট ও আংশিক সময়ের শিক্ষকদের একত্রিত করে ‘স্যাক্ট’ পদে উন্নীতকরণ ও স্থায়ীকরণ কে কেন্দ্র করে রাজ্য সরকার তথা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে আয়োজিত হয়েছে বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠান।

এ ছাড়াও মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এক স্বপ্নের প্রকল্প ‘ স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ আরও ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে দিতে অনুষ্ঠিত হল এক বিশেষ সচেতনতা অনুষ্ঠান, এই দুটি অনুষ্ঠানে শিক্ষক থেকে ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বর্ণময় এই অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক ও কলেজের পরিচালন সমিতির সভাপতি শ্রী জয়দেব হালদার মহাশয়, উপস্থিত ছিলেন সম্মানীয় অধ্যক্ষ ডঃ আব্দুল্লাহ জমাদার হাসান মহাশয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ও দক্ষিণ 24 পরগনার WBCUPA র সভাপতি শ্রী অসীম মন্ডল মহাশয়, উপস্থিত ছিলেন পরিচালন সমিতির অন্যতম সদস্য অধ্যাপক সোমনাথ মন্ডল ও ড: সান্তনু নন্দন হালদার সহ সমস্ত অধ্যাপকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে কলেজের কৃতি ছাত্র ছাত্রীদের কলেজের বিদগ্ধ অধ্যাপক/ অধ্যাপিকাগনের প্রদেয় অর্থ থেকে বৃত্তি প্রদান করা হয় যার ফলে খুশি ছাত্র ছাত্রীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন আহ্বায়ক অধ্যাপক সুজয় মন্ডল ও সহ – আহ্বায়ক অধ্যাপক প্রশান্ত চৌকিদার সহ আরো অধ্যাপকবৃন্দ।

আরও পড়ুন- Mamata Banerjee: প্রতিবারের মতো ক্রিসমাস ইভে চার্চে প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী

Previous articleHigh Court: কলকাতা পুরভোটের সব বুথের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের
Next articleMerlin Group: অ্যাক্রোপলিস মল পথ শিশুদের আনন্দ দিতে শুরু করল  বড়দিনের ‘বেকারি উৎসব’