ডিজি পদমর্যাদায় উত্তীর্ণ করা হল রাজীব কুমারকে। বর্তমানে অতিরিক্ত ডিজি পদে রয়েছেন আইপিএস (IPS) অফিসার রাজীব। শুক্রবার, তাঁকে রাজ্য পুলিশের (Police) ডিজি (DG) পদ মর্যাদায় উত্তীর্ণ করা হয়েছে। তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিবের দায়িত্ব পালন করছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার (Rajiv Kumar)। তাঁকে কোন দায়িত্ব দেওয়া হবে তা এখনও জানানো হয়নি।

আরও পড়ুন- Fake Oficer: ভুয়ো ‘র অফিসার’ পরিচয়ে রাজ্যপালকে পরামর্শ! কলকাতা পুলিশের জালে প্রতারক

একই সঙ্গে পাঁচ ডিআইজিকে আইপিএস অফিসারকে আইজি পদে উত্তীর্ণ করা হয়েছে। পদোন্নতি হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতীম সরকারেরও। আইজি থেকে তাঁকে এডিজি করা হয়েছে।
