Fake Oficer: ভুয়ো ‘র অফিসার’ পরিচয়ে রাজ্যপালকে পরামর্শ! কলকাতা পুলিশের জালে প্রতারক

থানায় অভিযোগ জানায় রাজ্যপালের দফতর। তার ভিত্তিতেই জালে ভুয়ো 

‘র’-এর অফিসারের পরিচয় দিয়ে রাজ্যপাল থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে পরামর্শ! ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার, রাতে পেশায় চিকিৎসক ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

কলকাতা পুলিশ সূত্রে খবর, ধৃত মণিময় মণ্ডল (Monimoy Mandal) চিকিৎসক হলেও বেশ কয়েক বছর ধরে নিজেকে আইপিএস (IPS) অফিসার বলে পরিচয় দিতেন। ওই পরিচয়ে চিঠি লিখে পরার্মশ দিতেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) থেকে শুরু করে নির্বাচন কমিশনকে। রাজ্যপালের অভিযোগের ভিত্তিতেই ওই ভুয়ো ‘র’ অফিসারকে পাকড়াও করে কলকাতা পুলিশ।

আরও পড়ুন- New Years Eve: সংক্রমণ বৃদ্ধিতে সতর্কতা, বর্ষবরণের রাতের ভিড়ে লাগাম টানতে একাধিক পদক্ষেপ কলকাতা পুলিশের

হেয়ার স্ট্রিট থানায় প্রথমে অভিযোগ করে রাজ্যপালের দফতর। তার ভিত্তিতেই তদন্ত শুরু করে লালবাজারের গোয়েন্দা বিভাগ। তারপরই মণিময়ের এক সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। তাঁর সূত্র ধরেই বৃহস্পতিবার ওই চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভুয়ো পরিচয়, অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি ও প্রতারণা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।

 

Previous articleChandannagar: প্রার্থী তালিকা প্রকাশ হতেই তৃণমূলের দেওয়াল লেখা শুরু চন্দননগরে
Next articleফিরে দেখা ২০২১: যাঁদের হারালাম