ফিরে দেখা ২০২১: যাঁদের হারালাম

নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। ভালো-মন্দ মিলিয়ে কেটেছে ২০২১। গত বছরের শেষে যেই মানুষগুলোর সঙ্গে এ বছরে পা রেখেছিলাম তাঁদের অনেকেই কালের নিয়মে আমাদের ছেড়ে গিয়েছেন। না ফেরার দেশে চলে গিয়েছেন কবি, সাহিত্য জগতের একাধিক নক্ষত্র, প্রয়াত হয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব সহ খেলোয়াড়রা।

ফিরে দেখা যাক আমরা হারালাম যাঁদের…

শরৎকুমার মুখোপাধ্যায়- কবি সাহিত্যিক শরৎকুমার মুখোপাধ্যায় ২১ ডিসেম্বর প্রয়াত হন।

বুদ্ধদেব গুহ- ২৯ অগস্ট প্রয়াত হন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃত্যুতে বাংলার সাহিত্যজগতের একটি যুগের অবসান হল।

শঙ্খ ঘোষ- কবি শঙ্খ ঘোষ প্রয়াত হন ২১ এপ্রিল।

প্রতিমা ঘোষ- কবি শঙ্খ ঘোষ মারা যাওয়ার ৮ দিন পরেই মারা যান তাঁর স্ত্রী প্রতিমা ঘোষ।

অনীশ দেব- জনপ্রিয় কল্পবিজ্ঞান লেখক অনীশ দেব প্রয়াত হন ২৮ এপ্রিল। বয়স হয়েছিল ৭০ বছর।

পবিত্র মুখোপাধ্যায়- ছয়ের দশকে মহাকবিতা তথা দীর্ঘ কবিতার কবি হিসাবে পরিচিত পবিত্র মুখোপাধ্যায়। ৯ এপ্রিল প্রয়াত হন। তিনি ‘কবিপত্র’ নামক কবিতা বিষয়ক পত্রিকার সম্পাদক ছিলেন।

শক্তি মণ্ডল- বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক, সমাজকর্মী, সাক্ষরতা ও জনশিক্ষা আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব শক্তি মণ্ডল ৬ মে প্রয়াত হন।

পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়- ২৫ অগাস্ট মাত্র ৫৪ বছর বয়সে প্রয়াত হন প্রখ্যাত তবলাবাদক পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়।

গৌরী ঘোষ- বাচিকশিল্পী গৌরী ঘোষ প্রয়াত হন ২৬ অগাস্ট।

স্বপন গুপ্ত- ১১ অক্টোবর প্রয়াত হন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী স্বপন গুপ্ত।

স্বপনকুমার চক্রবর্তী- শিক্ষাবিদ, ভারতের জাতীয় গ্রন্থাগারের প্রাক্তন মহাপরিচালক স্বপনকুমার চক্রবর্তী প্রয়াত হন ২৫ সেপ্টেম্বর।

অরুণ দত্ত- ছয়-সাতের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী অরুণ দত্ত। তিনি প্রয়াত হন ৬ নভেম্বর।

চণ্ডীদাস মাল- পুরনো বাংলা গানের প্রবাদপ্রতিম শিল্পী চণ্ডীদাস মাল ৮ ডিসেম্বর প্রয়াত হন।

চন্দন মিত্র- বর্ষীয়ান সাংবাদিক তথা সাংসদ চন্দন মিত্র প্রয়াত হন ২ সেপ্টেম্বর।

রাজীব কাপুর – ৯ ফেব্রুয়ারি প্রয়াত হন তিনি। বলিউডের জনপ্রিয় কাপুর পরিবারের অন্যতম সদস্য।

দিলীপ কুমার- ৭ জুলাই বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার প্রয়াত হন।

সিদ্ধার্থ শুক্লা – হিন্দি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা প্রয়াত হন ২ সেপ্টেম্বর। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

পুনিত রাজকুমার- কন্নড় চলচ্চিত্র জগতের একজন অত্যন্ত পরিচিত মুখ ছিলেন পুনিত রাজকুমার। ২৯ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

স্বাতীলেখা সেনগুপ্ত- ১৬ জুন ৭১ বছর বয়সে নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্তর জীবনাবসান হয়।

বুটা সিং- ২ জানুয়ারি জীবনাবসান হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বুটা সিংয়ের। বয়স হয়েছিল ৮৬ বছর।

শশীকলা- ৪ এপ্রিল মৃত্যু হয় বর্ষীয়ান বলিউড অভিনেত্রী শশীকলার।

রাজ কৌশল –হৃদযন্ত্র বিকল হয়ে মাত্র ৫১ বছর বয়সে প্রয়াত হন পরিচালক-প্রযোজক রাজ কৌশল।

বিক্রমজিৎ কানওয়ারলাল – করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুর হয় বলিউডের জনপ্রিয় অভিনেতা বিক্রমজিৎ কানওয়ারলালের। ১ মে প্রয়াণ ঘটে তাঁর।

সুরেখা সিক্রি – ১৬ জুলাই। মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেত্রী সুরেখা সিক্রির।

দানিশ সিদ্দিকী- কন্দহরে নিহত হন পুলিৎজার জয়ী ভারতীয় চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকী। কন্দহরের অশান্ত পরিস্থিতির ছবি তুলতে গিয়ে মৃত্যু হয় তাঁর।

অজিত সিং- ৬ মে করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আরএলডি প্রধান অজিত সিং। বয়স হয়েছিল ৮২ বছর।

সুব্রত মুখোপাধ্যায়- ভারতীয় বাঙালি রাজনৈতিক নেতা সুব্রত মুখোপাধ্যায়। ৪ নভেম্বর তিনি পরলোক গমন করেন।

হাসান আজিজুল হক- ১৬ নভেম্বর সাহিত্যিক হাসান আজিজুল হকের প্রয়াণ ঘটে। বয়স হয়েছিল ৮২ বছর।

মিলখা সিং- ১৮ জুন ভারতের কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিংয়ের জীবনাবসান হয়। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

ও এম নামবিয়ার- ১৯ অগস্ট কিংবদন্তি অ্যাথলেটিক্স কোচ ও এম নামবিয়ার প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

ডিঙ্কো সিং- ১০ জুন প্রয়াত হন ১৯৯৮ সালের এশিয়ান গেমসে সোনজয়ী বক্সার এন ডিঙ্কো সিং। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। মণিপুরের সেকটা গ্রামে নিজের বাড়িতেই মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত হন তিনি।

যশপাল শর্মা- ১৩ জুলাই প্রয়াত হন প্রাক্তন ক্রিকেটার যশপাল শর্মা। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

সৈয়দ শাহিদ হাকিম- ২২ অগস্ট প্রয়াত হন ভারতের প্রাক্তন অলিম্পিয়ান ফুটবলার তথা প্রাক্তন জাতীয় কোচ সৈয়দ শাহিদ হাকিম। ভারতীয় ফুটবলমহলের প্রিয় ‘হাকিম সাব’-এর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।

বাসু পরঞ্জপে- ৩০ অগাস্ট কিংবদন্তি কোচ তথা মেন্টর বাসু পরঞ্জপের জীবনাবসান হয়।

ও চন্দ্রশেখর- ২৪ অগাস্ট প্রাক্তন ভারতীয় ফুটবলার তথা অলিম্পিয়ান ও চন্দ্রশেখর প্রয়াত হন।

কেশব চন্দ্র দত্ত- ৭ জুলাই প্রয়াত হন দু’বার অলিম্পিক্সে সোনাজয়ী কেশব চন্দ্র দত্ত। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯৫ বছর।

রবিন্দর পাল সিং- ৮ মে প্রয়াত হন মস্কো অলিম্পিক্সে সোনাজয়ী হকি তারকা রবিন্দর পাল সিং। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

আরও পড়ুন-ফিরে দেখা ২০২১ : বিয়ে থেকে বিচ্ছেদ, সেরা সিনেমা-সিরিজ, তারকাদের বিতর্ক

এমকে কৌশিক- ৮ মে ভারতীয় হকির জন্য হৃদয় বিদারক দিন। ১৯৮০ মস্কো অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় দলের দুই সতীর্থ রবিন্দর পাল সিং ও এমকে কৌশক প্রয়াত হন একই দিনে। করোনায় আক্রান্ত হয়েছিলেন দুই তারকাই।

ফরচুনাতো ফ্র্যাঙ্কো- ১০ মে ৮৪ বছর বয়সে মারা যান সাতের দশকের ভারতীয় ফুটবলের অন্যতম সেরা তারকা ফরচুনাতো ফ্র্যাঙ্কো।

নন্দু নাটেকর- ২৮ জুলাই পরলোক গমন করেন কিংবদন্তি ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় নন্দু নাটেকর।

নভি কাপাডিয়া- ১৮ নভেম্বর প্রয়াত হন প্রখ্যাত ধারাভাষ্যকার নভি কাপাডিয়া। যিনি ভারতীয় ফুটবলের এনসাইক্লোপিডিয়া হিসেবে পরিচিত ছিলেন।

সুন্দরলাল বহুগুনা- চিপকো আন্দোলনের প্রাণপুরুষ তথা পরিবেশবিদ সুন্দরলাল বহুগুনার মৃত্যু হয় ২১ মে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর।

স্ট্যান স্বামী- ৫ জুলাই মৃত্যু হয় মানবাধিকার কর্মী স্ট্যান স্বামীর।

কল্যাণ সিং- ২১ অগাস্ট ৮৯ বছর বয়সে প্রয়াত হন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং।

সৈয়দ আলি গিলানি – ১ সেপ্টেম্বর কাশ্মীরের বিচ্ছিন্নতাকামী নেতা সৈয়দ আলি শাহ গিলানির মৃত্য হয়। বয়স হয়েছিল ৯২ বছর।

বিনোদ দুয়া- ৪ ডিসেম্বর মৃত্যু হয় সাংবাদিক বিনোদ দুয়ার।

বিপিন রাওয়াত- ৮ ডিসেম্বর কপ্টার দুর্ঘটনায় নিহত ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।

জো সাইমন- আমেরিকান সঙ্গীতশিল্পী জো সাইমনের মৃত্যু হয় ১৩ ডিসেম্বর।

ডেসমন্ড টুটু- ২৬ ডিসেম্বর মৃত্যু হয় দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ, নোবেল শান্তি পুরস্কারজয়ী ডেসমন্ড টুটু। বয়স হয়েছিল ৯০ বছর।

প্রিন্স ফিলিপ- ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ প্রয়াত হন ৯ এপ্রিল। তাঁর বয়স হয়েছিল ৯৯।

কলিন পাওয়েল- ১৮ অক্টোবর আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ বিদেশসচিব কলিন পাওয়েল করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হন। বয়স হয়েছিল ৮৪।

আব্দুল কাদির খান- “পাকিস্তানের পারমাণবিক বোমার জনক” হিসেবে পরিচিত ছিলেন আব্দুল কাদির খান। ১০ অক্টোবর ৮৫ বছর বয়সে করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি।

 

 

 

Previous articleFake Oficer: ভুয়ো ‘র অফিসার’ পরিচয়ে রাজ্যপালকে পরামর্শ! কলকাতা পুলিশের জালে প্রতারক
Next articleফিরে দেখা ২০২১: রাজ্য