বিধাননগরে বিজেপির চমক নেই, তবে সব্যসাচীর বিরুদ্ধে লড়িয়ে দিল তাঁর একদা সহকর্মীকে

প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করল একদা তাঁরই সহকর্মী প্রাক্তন মেয়র পারিষদ দেবাশিস জানাকে

ঘরে ফেরা সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta) তৃণমূল (TMC) ফের একবার টিকিট দিলেও। আসন্ন বিধানগর পুরনিগমের ভোটে (Bidhannagar Corpiration Election)
৪১ ওয়ার্ডের প্রার্থী তালিকায় বিশেষ কোনও চমক নেই বিজেপির (BJP)। তবে প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করল একদা তাঁরই সহকর্মী প্রাক্তন মেয়র পারিষদ দেবাশিস জানাকে (Debasish Jana)। যিনি আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary) ঘনিষ্ঠ। রাজনৈতিক পরিস্থিতি বলছে, এবারও বিধাননগর পুরবোর্ড তৃণমূল গঠন করতে চলেছে সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। তবে আসন্ন পুরভোটে ৩১ নম্বর ওয়ার্ডে দুই প্রাক্তন সহকর্মীর লড়াই দেখবে বিধাননগর।

অন্যদিকে, বিদায়ী মেয়র তথা মুখ্য প্রশাসক কৃষ্ণা চক্রবর্তীর বিরুদ্ধেও ২৯ নম্বর ওয়ার্ডে বিজেপি আনকোরা মিতালি মুখোপাধ্যাকে প্রার্থী করেছে। আবার সল্টলেকে বিজেপির জনপ্রিয় নেতা তৃণমূল ত্যাগী অনুপম দত্তকে প্রার্থী করেনি গেরুয়া শিবির। তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁর ৪১ নম্বর ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হওয়ায় অনুপমের তাঁর নাম প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছে। এই ওয়ার্ডে অনামী প্রিয়াঙ্কা চক্রবর্তীকে প্রার্থী করেছে।

Previous articleTiger: গোসাবায় বাঘের হানায় আক্রান্ত বনকর্মী
Next articleIndia Team: কেক কেটে, ছবি তুলে নতুন বছরকে স্বাগত জানাল ভারতীয় দল, ছবি পোস্ট বিরাট, অশ্বিনদের