Coronavirus: দক্ষিণেশ্বর-উদ্যানবাটিতে ভক্তশূন্য কল্পতরু উৎসব, ভার্চুয়াল দর্শন

করোনা পরিস্থিতিতে গতবারের মতো এবারও ভক্তদের প্রবেশ নিষেধ কল্পতরু উৎসবে।

করোনা (Corona) সংক্রমণের বাড়ছে। সেই কারণে গত বছরের মতো এবারও ভক্তশূন্যভাবেই পালিত হচ্ছে কল্পতরু উৎসব। কাশীপুর (Kashipur) উদ্যানবাটি, দক্ষিণেশ্বর সব জায়গাতেই একই চিত্র। অনলাইনে দেখানো হচ্ছে পুজো। রামকৃষ্ণ পরমহংসদেবের (Ramkrisnha Paramhanshadev) জীবনের শেষ দিনগুলিতেই কাশীপুর উদ্যানবাটিতে শুরু হয় কল্পতরু। ১৮৮৬ সালের ১ জানুয়ারি থেকেই পালিত হচ্ছে এই উৎসব। কথিত আছে, এই দিনই রামকৃষ্ণ পরমহংস কল্পতরুতে পরিণত হয়েছিলেন। তিনিই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন। সেটা পরে কল্পতরু উৎসবে পরিণত হয়।

আরও পড়ুন:Omicron:নয়া সতর্কতবার্তা কেন্দ্রের, জ্বর হলেই কোভিড টেস্ট করান

কোভিড পরিস্থিতিতে গতবারের মতো এবারও ভক্তদের প্রবেশ নিষেধ উদ্যানবাটিতে। ৩ জানুয়ারি পর্যন্ত সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা। তবে, রীতি মেনেই চলছে উৎসব। ভার্চুয়াল অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে।


Previous articleপ্রতিষ্ঠা দিবসে দলের নেতা ও কর্মীদের শুভেচ্ছা জানিয়ে টুইট মমতার, জানালেন নতুন বছরের শুভেচ্ছাও
Next articleChetan Sharma: ‘ভবিষ্যতের কথা মাথায় রেখেই রাহুলের ওপর নেতৃত্বের ভার দেওয়া হয়েছে’, বললেন চেতন শর্মা